2:58 pm , April 7, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর চক বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মৃনাল কান্তি সাহা করোনায় আক্রান্ত হয়েছেন। হিন্দু-বৈদ্য-খ্রীষ্টান ঐক্য পরিষদের মহানগরের সভাপতি মৃনাল কান্তি সাহা গতকাল বুধবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। বড় দা হিসেবে পরিচিত ও স্বদেশী বস্ত্রালয়ের মালিক মৃনাল কান্তি সাহার জ্বর হওয়ায় করোনা পরীক্ষা করা হয়। এতে পজেটিভ হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বজন ননী জানিয়েছেন, করোনা পজেটিভ হলেও তিনি স্বাভাবিক রয়েছেন। স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করছেন। তার মধ্যে করোনার সিংহভাগ উপসর্গ অনুপস্থিত। তবুও তাকে চিকিৎসকের পরচির্যায় রাখা হয়েছে।
মৃনাল কান্তি সাহা সোনা ঠাকুর বড় কালীবাড়ি ও হরিঠাকুর মন্দিরের সভাপতি। তার সুস্থতার জন্য সকলের কাছে প্রার্থনা করেছেন।