নগরীতে ঢিলেঢালা লকডাউন নগরীতে ঢিলেঢালা লকডাউন - ajkerparibartan.com
নগরীতে ঢিলেঢালা লকডাউন

2:43 pm , April 7, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ করোনার সংক্রমণ প্রতিরোধে বরিশালে ঢিলেঢালাভাবে চলছে লকডাউন। প্রায় স্বাভাবিক ছিল মানুষের জীবনযাত্রা। বাস ও লঞ্চ ছাড়া সব যান বাহন চলাচল করেছে বরিশালে। এমনকি ব্যবসা প্রতিষ্ঠানও প্রায় স্বাভাবিক গতিতে চলেছে। বড় বড় বিপনি বিতানগুলোতেও দেখা গেছে অর্ধেক সাটার টেনে চলছে ব্যবসা কার্যক্রম। এদিকে বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্রেও মানুষ স্বাস্থ্য বিধি না মেনেই চলেছে আপন মনে। তবে করোনার সংক্রমন রোধে, সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে বরিশালে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। বুধবার নগরীর বিভিন্ন সড়ক ও বাজারে অভিযান করেছেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত হোসেন ও নিশাত ফারাবী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT