বানারীপাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট বানারীপাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট - ajkerparibartan.com
বানারীপাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট

1:28 pm , April 5, 2021

বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকটের কারনে করোনার দ্বিতীয় ঢেউ সামাল দেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। গত বছর বানারীপাড়ায় করোনা মহামারীর সময় উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে যে জনবল ছিল বর্তমানে তার অর্ধেক কমেছে। বর্তমানে মাত্র ৩ জন চিকিৎসক দিয়ে হাসপাতাল পরিচালিত হচ্ছে।আক্রান্ত রোগীদের জন্য জরুরী হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার নেই। এছাড়া উপজেলা পর্যায়ে হাসপাতালে আইসিইউ না থাকায় সংকটাপন্ন রোগীকে নেয়া হয় বরিশাল শেবাচিম হাসপাতাল বা ঢাকায়। আইসিইউ চালু, অভিজ্ঞ চিকিৎসক ও নার্স সহ জনবল নিয়োগ জরুরী। গত বছর করোনায় আক্রান্ত রোগীর জন্য জরুরী ভিত্তিতে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪টি ও সরকারী মডেল ইউনিয়ন ইনস্টিটিউ পাইলট স্কুলে ৮টি আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছিল। এ বিষয়ে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এস এম কবির হাসান বলেন, কাগজে কলমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা বিশিষ্ট হলেও বাস্তবে পুরনো ৩১ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল নিয়ে কাজ করতে হচ্ছে। নিয়ম অনুযায়ী ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে সেখানে তিনি সহ মাত্র ৩ জন চিকিৎসক নিয়ে কাজ করছেন। তিনি বলেন, ইউনিয়ন সাব সেন্টার থেকে ৭জনকে ডেপুটেশনে নিয়ে মোট ৯জন কাজ করছে। বানারীপাড়া উপজেলার ৮টি ইউনিয়ন সহ পাশর্বর্তী ৫টি উপজেলার সীমান্তবর্তী এলাকার রোগীর চিকিৎসা সেবা দিতে হচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এস এম কবির হাসান আরও বলেন, সাধারণ রোগীদের করোনার সংক্রমন থেকে রক্ষা করতে স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের একটি পৃথক ভবনে আক্রান্ত রোগীকে চিকিৎসা দেয়ার উদ্যোগ নিয়েছেন। শুধু চিকিৎসক সংকটই নয় এ হাসপাতালে দীর্ঘ দিন ১ জন স্বাস্থ্য পরিদর্শক, ৭ জন স্বাস্থ্য সহকারী, ১ জন ল্যাব টেকনিশিয়ান, ১ জন স্টোর কিপার, ১ জন হিসাবরক্ষক ও ৩ জন সুইপারের পদ শুন্য রয়েছে। এ জন্য আক্রান্ত রোগীর চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT