বাকেরগঞ্জে লকডাউনে কঠোর অবস্থানে এসিল্যান্ড বাকেরগঞ্জে লকডাউনে কঠোর অবস্থানে এসিল্যান্ড - ajkerparibartan.com
বাকেরগঞ্জে লকডাউনে কঠোর অবস্থানে এসিল্যান্ড

1:25 pm , April 5, 2021

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জে কঠোর অবস্থানে রয়েছেন প্রশাসন। লকডাউনের আওতায় বাংলাদেশে চলছে ৭ দিনের লকডাউন। গতকাল (৫ এপ্রিল)সোমবার প্রথম দিনের মতো লকডাউনে কঠোর অবস্থান নিয়েছে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন। লকডাউন পালনে উপজেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃংখলা বাহিনীর উপস্থিতি চোখে পড়ার মতো। বাকেরগঞ্জে ওষুধের দোকান ছাড়া সব ধরণের দোকাপাট বন্ধ রয়েছে। মহামারি প্রাদুর্ভাব প্রতিরোধে ও সরকারের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনে জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সরকার ঘোষিত লকডাউন মানতে ৫ এপ্রিল সকালে পৌরশহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত চালানো হয়েছে। এসময় যারা লকডাউন না মেনে দোকান খুলেছেন ও যারা মাস্ক পরছেন না এমন ৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৯০০ তিন হাজার নয়শত টাকা অর্থদ- করা হয়। বাকেরগঞ্জে প্রথম দিনের মতো লকডাউন চলাকালে সকাল থেকে বাকেরগঞ্জ শহরের বিভিন্ন প্রবেশপথে পুলিশের চেকপোষ্টে তৎপরতা লক্ষ্য করা যায়। পুলিশ সদস্যরা জরুরী প্রয়োজনে চলাচলরত ব্যক্তিদের আইডি কার্ড ও পরিচয়পত্র দেখে জিজ্ঞাসাবাদ সাপেক্ষে তাদেরকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলাচলের অনুমতি দিচ্ছেন। একইভাবে ছোটখাটো কিছু যানবাহন যেমন টমটম, ইজিবাইক, অটোরিক্সা চলাচল করতে দেয়া হচ্ছে না। মানুষের চলাচল নিয়ন্ত্রিত করতে শহরের বিভিন্ন স্পটে রয়েছে পুলিশ সদস্যরা। মোটরসাইকেল ও প্রাইভেটকার দেখলেই থামাচ্ছেন তারা। জানতে চাচ্ছেন কেন বের হয়েছেন, কোথায় যাচ্ছেন? সদুত্তর না মিললেই পুলিশ তাদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছেন। অপরদিকে জরুরি মালামাল নিয়ে আসা যানবাহনগুলোর গায়ে লেগে যেন করোনাভাইরাস প্রবেশ না করতে পারে, সে কারণে গাড়িগুলোকে জীবাণুমুক্ত করে দিচ্ছে প্রশাসন। এসিল্যান্ড তরিকুল ইসলাম জানান, ‘লকডাউনের আওতায় থাকা বাকেরগঞ্জ এলাকায় ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিকসহ সবধরণের সভা-সমাবেশ বা গণজমায়েত বন্ধ থাকার পাশাপাশি কাঁচা বাজার, মুদির দোকান, মার্কেট ও বিপণী বিতান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছি। বন্ধ থাকবে ব্যক্তিগত ও যে কোন ধরণের গণপরিবহন। এসময় মানুষকে ঘরে অবস্থানের নির্দেশনাও দিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT