লকডাউন কার্যকরে কঠোর ভান্ডারিয়া উপজেলা প্রশাসন লকডাউন কার্যকরে কঠোর ভান্ডারিয়া উপজেলা প্রশাসন - ajkerparibartan.com
লকডাউন কার্যকরে কঠোর ভান্ডারিয়া উপজেলা প্রশাসন

1:21 pm , April 5, 2021

ভান্ডারিয়া প্রতিবেদক ॥ কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলার উদ্দেশ্যে সরকার সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউনের ঘোষণা দিয়েছে। লকডাউন কার্যকর করতে ভান্ডারিয়া উপজেলা প্রশাসন জনসচেতনতা বাড়াতে ও বাজারমূল্য স্থিতিশীল রাখতে কঠোর নজরদারি করছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে গতকাল সোমবার সকালে ভান্ডারিয়া বন্ধরে তদারকি ও জনসচেতনতামূলক প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম নিজে মাইকিং করে মোড়ে মোড়ে মানুষকে দলবদ্ধ না হয়ে ঘরে অবস্থানের কথা বলা হয়, চায়ের দোকানে বা রাস্তা ঘাটে আড্ডা না দেয়া, অতিরিক্ত দামে জিনিসপত্র বিক্রির না করার জন্য পরামর্শ দেওয়া হয়। মোঃ তৌহিদুল ইসলাম বলেন, বর্তমানে বাংলাদেশ খুবই করোনার ঝুঁকিতে রয়েছে । পরিস্থিতি সম্পর্কে আগাম কিছু বলা যাচ্ছে না। আমাদের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। করোনা মোকাবিলায় আমরা দলগতভাবে কাজ করছি। ভান্ডারিয়া উপজেলাকে আমাদের বিশেষ নজরদারিতে রেখেছি। আশা করছি, এ পরিস্থিতি আমরা দ্রুতই কাটিয়ে উঠব।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT