স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা, অনিয়ম নৈরাজ্য প্রতিবাদে বরিশালে সভা স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা, অনিয়ম নৈরাজ্য প্রতিবাদে বরিশালে সভা - ajkerparibartan.com
স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা, অনিয়ম নৈরাজ্য প্রতিবাদে বরিশালে সভা

1:18 pm , April 3, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও যাত্রীবাহীবাস-লঞ্চের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বরিশালে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর নাজিরমহল্লাস্থ জেলা কার্যালয়ে বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সভাপতি স্বপন দত্তের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন ইউনিয়নের উপদেষ্টা শ্রমিক নেতা অ্যাডভোকেট এ.কে. আজাদ, সম্পাদক আবুল বাশার আকন, দর্জি শ্রমিক নেতা তুষার সেন, সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন, সহ-সাধারণ সম্পাদক রনি তালুকদার, সহ-সভাপতি উজ্জ্বল দেবনাথ প্রমুখ। বক্তারা বলেন, যাত্রীবাহীবাস ও লঞ্চে ৬০% ভাড়া বৃদ্ধিতে পরিবহণ খাতে মারাত্মক নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এতে সাধারণ খেটে খাওয়া মানুষ মারাত্মক ক্ষতির সম্মুখিন হচ্ছে। রমজানকে কেন্দ্র করে চাল-ডাল-চিনি-লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়ে যাওয়ায় দরিদ্ররা হতাশার মধ্যে পড়েছে। এছাড়া করোনা সংক্রমণের হার বৃদ্ধি ও স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনার কারনে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT