করোনা শনাক্তের পরীক্ষার হার বেড়েছে দ্বিগুনের বেশি করোনা শনাক্তের পরীক্ষার হার বেড়েছে দ্বিগুনের বেশি - ajkerparibartan.com
করোনা শনাক্তের পরীক্ষার হার বেড়েছে দ্বিগুনের বেশি

2:59 pm , April 1, 2021

হেলাল উদ্দিন ॥ বরিশালে প্রায় থেমে যাওয়া করোনা পরীক্ষা করানোর প্রবনতা আবার ব্যাপক হারে শুরু হয়েছে। হঠাৎ করেই আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় ঝিমিয়ে পড়া পরীক্ষা করার সংখ্যায় আবার তোড়জোড় সৃষ্টি হয়েছে। উপজেলা পর্যায়ে র‌্যাপিড কিটে করোনা পরীক্ষা চালু হবার পরও শেবাচিম হাসপাতালের পিসি আর ল্যাবে সক্ষমতার প্রায় সম-পরিমান নমুনা উদ্বৃত্ত থাকছে। এদিকে পরীক্ষার সংখ্যা বাড়লেও ক্রমশ কমছে টিকা গ্রহনকারীর সংখ্যা। বেশ কিছু দিন ধরে জেলার ৯ উপজেলা ও বরিশাল সিটি এলাকা মিলিয়ে ২৪ ঘন্টায় ৫’শ জন ব্যক্তিও টিকা গ্রহন করছেন না। যাকে এক কথায় অনাগ্রহ বলছে বরিশাল স্বাস্থ্য বিভাগ। বরিশাল শেবামেক এর আরটি পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত এক সপ্তাহ আগেও এই ল্যাবে গড়ে দেড়শ নমুনাও আসতো না। সেখানে গত ৪/৫ দিন ধরে ৩২০ থেকে ৩৫০ টি নমুনা আসছে প্রতিদিন। যা সক্ষমতার সম-পরিমান বেশী। শেবামেক এর পিসিআর ল্যাব ইনচার্জ ডা. মো. আকবর কবির বলেন, গত কয়েক দিন ধরে সক্ষমতার প্রায় দ্বিগুন নমুনা আসছে। বর্তমানে দিনে দুই ধাপে ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হচ্ছে। তারপরও প্রায় দেড়শ নমুনা উদ্বৃত্ত থাকছে বলে জানান তিনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে র‌্যাপিড কিটের মাধ্যমে পরীক্ষা শুরু হওয়ায় উপজেলা পর্যায়েও উল্লেখ যোগ্য হারে নমুনা পরীক্ষা হচ্ছে। এদিকে দিনে দিনে কমছে করোনা টিকা গ্রহনকারীর সংখ্যা। করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশ ব্যাপী ব্যাপক ভাবে আক্রান্ত হওয়ায় এবং টিকার প্রথম ডোজ গ্রহনের পরও অনেকে আক্রান্ত হবার খবরে মানুষের মধ্যে টিকা গ্রহনের আগ্রহ কমছে বলে মনে করছে বরিশাল স্বাস্থ্য বিভাগ। তবে পরিস্থিতি যাই হোক সকলকে টিকা গ্রহনের তাগিদ দিয়েছেন স্বাস্থ্য বিভাগ।পরিসংখ্যানে দেখা গেছে ৭ মার্চ থেকে শুরু করে গতকাল পর্যন্ত জেলার ৯ উপজেলা ও সিটি করপোরেশন এলাকা মিলিয়ে মোট ৭৪ হাজার ৬১০ জন টিকা গ্রহন করেছেন। সর্ব শেষ কয়েক দিন ধরে ৩’শ থেকে ৪’শ এর মধ্যেই সীমাবদ্ধ থাকছে টিকা গ্রহনকারীর সংখ্যা। যে সংখ্যা টিকা প্রদান শুরুর দিকে কয়েক গুন বেশী ছিলো।জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বলেন, গত এক সপ্তাহ ধরে যেমনি বেড়েছে নমুনা পরীক্ষার সংখ্যা। তেমনি কমেছে টিকা গ্রহনের সংখ্যা। তিনি বলেন, মানুষ আক্রান্তের সংখ্যা দেখে ভয়ে টিকা গ্রহন করছে না। মানুষের ধারনা টিকা গ্রহন করে করোনা আক্রান্ত হওয়া থেকে রক্ষা সম্ভব না। তাই তারা টিকা নিতে আগ্রহ দেখাচ্ছে না। কিন্তু করোনা থেকে রক্ষা পেতে স্বাস্থ্য বিধি মেনে চলার পাশাপাশি টিকাও গ্রহন করার অনুরোধ জানান তিনি। প্রসঙ্গত, বরিশাল জেলায় ৩১ মার্চ পর্যন্ত ৫ হাজার ২০৯ জন করোনা আক্রান্ত হয়েছে। আর মৃত্যু ঘটেছে ৯২ জনের।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT