3:09 pm , March 31, 2021

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জ উপজেলায় চার জুয়ারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত গভীর রাতে উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর রাহুতকাঠী গ্রামে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলো- দেহেরগতি ইউনিয়নের বাহেরচর ঘোষকাঠী গ্রামের আবুল হোসেন আকনের ছেলে মোঃ রিয়াজুল হক (৩২), রাহুতকাঠী গ্রামের মৃত প্রাণতোষ রাহার ছেলে মিঠুন রাহা (২৯),আলী আহমেদ হাওলাদারের ছেলে মোঃ আয়নাল হক হাওলাদার (৬০),পশ্চিম রাকুদিয়া গ্রামের মৃত আঃ লতিফ বেপারীর ছেলে মোঃ মাসুম বেপারী (৩৫)। গতকাল বুধবার আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। জানা যায়, উপজেলার বাবুগঞ্জ উপজেলা বিভিন্ন এলাকায় স্থানীয় জুয়ারীরা জুয়ার আসর বসিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাহুতকাঠী গ্রামের বাবু চন্দ্র দাসের বাড়ির পাশের বাগানে অভিযান চালায়। এ সময় চার জুয়ারীকে আটক করা হয়। বাবুগঞ্জ থানার ওসি মোঃ মিজানুর রহমান বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসাবে ৪ জনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে(১৮৬৭)সালের ৪ ধারায় মামলা করা হয়েছে। এদিকে আটককৃতদের মধ্যে মোঃ রিয়াজুল হক এর বিরুদ্ধে জাল দলিল ও সরকারী বিভিন্ন জমি ভূয়া নামে বন্দোবস্ত নেওয়ার অভিযোগও রয়েছে।