2:32 pm , March 28, 2021
কলাপাড়া প্রতিবেদক ॥ কুয়াকাটা সৈকত থেকে ১০০ কিলোমিটার গভীর সমুদ্রে মহিপুর থানা ও কুয়াকাটা নৌ পুলিশ যৌথ অভিযান চালিয়ে পাঁচ জলদস্যুকে গ্রেফতার করেছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় দুটি স্প্রীড বোটযোগে মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জমান ও কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির এসআই কামরুজ্জামানের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। গত ২৪ মার্চ সন্ধ্যায় কুয়াকাটা সংলগ্ন ফাতরা বন সংলগ্ন বঙ্গোপসাগরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পূর্বসোনাতলা গ্রামের জেলে হারুন মিয়ার ট্রলার থেকে ৩০ লাখ টাকার মালামাল লুট করে জলদস্যুরা। ওই রাতেই মহিপুর থানায় একটি মামলা দায়ের করায় রবিবার যৌথ অভিযানে নামে পুলিশ। গ্রেফতারকৃত জলদস্যুরা হচ্ছে পশ্চিম কুয়াকাটার জালাল বাহিনীর প্রধান মো. জালাল, দুমকি উপজেলার লেবুখালীর মো. রাসেল, মো. রুহুল আমীন, নেয়াখালীর আঃ কাদের, চট্রগ্রামের মো. তালেব আলী। জলদস্যুদের দুপুরে মহিপুর থানায় নিয়ে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে এবং ডাকাতির প্রস্তুতির মামলায় এদের গ্রেফতার করা হয়েছে বলে মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান নিশ্চিত করেছেন।