মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় আহত ১৫ মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় আহত ১৫ - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় আহত ১৫

3:31 pm , March 27, 2021

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ মঠবাড়িয়ায় প্রথম ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার ৭নং বেতমোর রাজপাড়া ইউনিয়নে ক্ষমতাসীন দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থক প্রায় ১৫ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে বেতমোর বাজারে এ হামলার ঘটনা ঘটে। বর্তমান চেয়ারম্যান ও আ’লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী দেলেয়ার হোসেন আকন তার কর্মী সমর্থকদের বিরুদ্ধে হামলা করার অভিযোগ অস্বীকার করে উল্টো প্রতিপক্ষ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলামের বিরুদ্ধে বেতমোর বাজারে শনিবার সাপ্তাহিক হাটের দিনে ধারালো অস্ত্র নিয়ে হেলমেট পড়ে শতাধিক ভাড়া করা লোক নিয়ে মহড়া দেয়ায় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি তাৎক্ষণিক বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছেন বলে দাবী করেছেন। তিনি আরও বলেন, প্রতিপক্ষের প্রার্থীর মহড়ার সময় এলাকাবাসী প্রতিরোধ করলে হামলার ঘটনা ঘটে বলে জানান। আহত সূত্রে জানা গেছে, সকালে ওই ইউপির বর্তমান সদস্য স্থানীয় এমপি ডাঃ রুস্তুম আলীর ভাগ্নে জামাই ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলামের নেতৃত্বে উলুবাড়িয়া, জানখালী, নিজামিয়া ও ঘোপখালী থেকে শতাধিক কর্মী ও সমর্থকরা বেতমোর বাজারের দিকে আসছিলেন। এ সময় আ’লীগ প্রার্থী দেলোয়ার হোসেনের কর্মী-সমর্থকরা বাধা দিলে এক পর্যায়ে সংঘর্ষে ঘটনা ঘটে। এতে স্বতন্ত্র প্রার্থী শহীদুল ইসলামের সমর্থক শাহীন পাত্তর (২২), মাসুম হাওলাদার (৫৫), সোহাগ শরীফ (২৫), ওলি (২৮), আদম আলী হাওলাদার (৫৫), আনোয়ার তালুকদার (৪৮), হোসেন বিশ^াস (২১) সহ ৭জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকী আহত ৮ জন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আদম আলী হাওলাদার, ওলি, মাসুম হাওলাদার ও শাহিন পাত্তরের অবস্থার অবনতি ঘটলে দুপুরেই বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়। মঠবাড়িয় থানার অফিসার ইনচার্জ মাসুদ্দুজ্জামান মিলু জানান, এ হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT