স্বাধীনতা দিবসে দন্ডিত কয়েদীর মুক্তি স্বাধীনতা দিবসে দন্ডিত কয়েদীর মুক্তি - ajkerparibartan.com
স্বাধীনতা দিবসে দন্ডিত কয়েদীর মুক্তি

2:59 pm , March 24, 2021

 

নিজস্ব প্রতিবেদক ॥ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চুরি মামলায় এক বছরের দন্ডিত কয়েদীকে মুক্তি দেয়া হয়েছে। গতকাল বুধবার কয়েদির মুক্তি দেয়া হয়। এছাড়াও একই দিন কারাগারার পরিদর্শন করে হাজতী ও কয়েদীদের মাঝে মাস্ক বিতরণ করেন জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক জসীমউদ্দিন হায়দার। অপরাধ সংশোধন ও পূনর্বাসন সমিতি মাধ্যমে মাস্ক বিতরণ করা হয়। মুক্তি পাওয়া কয়েদী হলো- আব্দুর রহমান মাঝি। চুরি মামলায় এক বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত ছিলেন তিনি। সাজার মেয়াদ আরো কিছুদিন বাকী ছিল। কারাগারে তার আচার-আচরন ভালো হওয়ায় জেলা ম্যাজিষ্ট্রেট জসীম উদ্দীন হায়দারের সুপারিশে স্বরাষ্ট্র মন্ত্রনালয় তার সাজা মওকুফ করে। ওই আদেশ পেয়ে জেলা প্রশাসক নিজে উপস্থিত হয়ে কয়েদির মুক্তি দেন। এ সময় জেলা প্রশাসক তাকে ফুল এবং নতুন পোশাক দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও তার ভবিষ্যতের জীবনের কথা বিবেচনায় তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জীবিকা নির্বাহ করার জন্য একটি রিক্সা দেয়ার আশ্বাস দেয়া হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক গৌতম বাড়ৈ, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, সহকারী কমিশনার সুব্রত দাস, বরিশাল কেন্দ্রীয় কারাগারের সুপার প্রশান্ত কুমার বনিক, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT