নগরীর ময়লার ভাগারের বিষাক্ত ধোঁয়ায় জনর্দূভোগ চরমে নগরীর ময়লার ভাগারের বিষাক্ত ধোঁয়ায় জনর্দূভোগ চরমে - ajkerparibartan.com
নগরীর ময়লার ভাগারের বিষাক্ত ধোঁয়ায় জনর্দূভোগ চরমে

2:58 pm , March 24, 2021

 

শামীম আহমেদ ॥ নগরীর ৩নং ওয়ার্ডের পুরান পাড়া ও হোসনাবাদের আংশিক এলাকায় গড়ে তোলা বর্জ্যরে ভাগারটি এখন বিষফোড়া হিসেবে দেখা দিয়েছে। ময়লা-আর্বজনার দুর্গন্ধসহ সন্ধ্যার পর বর্জ্য পোড়ানোর বিষাক্ত ধোয়ায় বসবাসের অনুপযোগি হয়ে পড়েছে হোসনাবাদ, কাউনিয়া, সাপানিয়া, পুরানপাড়া, মতাসার, গাউয়া সার, উলালঘুনী, চরবাড়িয়া ইউনিয়নের রাঢ়ীমহল, চর উলালঘুনী এলাকা। স্থানীয় বাসিন্দা মোঃ ফিরোজ জানান, নগরীর অবহেলিত ৩নং ওর্য়াডের বাসিন্দাদের জন্য ময়লার ভাগাড়টি চরম দূর্ভোগ সৃষ্টি করেছে। এমন কি দীর্ঘ দিনের ময়লা আর্বজনার পচা গন্ধে চারিদিকের পরিবেশ এতোটাই অযোগ্য হয়ে পড়েছে এখানকার ভূক্তভোগী জনসাধারন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। ময়লার ভাগাড়টির কাছাকাছি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আবদুর রব সেরনিয়াবাত কলেজ, শহীদ আরজু মনি সরকারী মাধ্যমিক বিদ্যালয়, শেরেবাংলা নগর মাধ্যমিক বিদ্যালয়, কাউনিয়া পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয়, শিশুদের বেবী কেয়ার একাডেমি, নতুন কুড়ি একাডেমি, জামেউল উলুম রাজ্জাকিয়া মাদ্রাসা, জোবেদা খাতুন ক্যাডেট মাদ্রাসা, পুরানপাড়া সরকারী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, সাপানিয়া মকবুল হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও একটি ইয়াতিমখানা রয়েছে। ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে এখানকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশুরা। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালের দিকে ৩ নং ওর্য়াডের পুরান পাড়ার ও হোসনাবাদ এলাকার আংশিক অংশ নিয়ে প্রায় ৬ একর জমির উপর ভাগাড়টিতে শহরের বর্জ্য এনে ফেলা শুরু হয়। যা দীর্ঘ বছরে পাহাড় সমান উচ্চতায় পৌছেছে। রাত দিন আগুন জ্বলায় পুরো ময়লার ভাগাড় জুড়ে বিষাক্ত ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ছে। যদিও সিটি কর্পোরেশন এর তরফ থেকে পানি দিয়ে ধোঁয়া অনেকটা আয়ত্বে আনা হয়েছে। তবে এখনো সর্বত্র ধোঁয়ার কুন্ডলী উঠেছে। এছাড়া জীবনের শেষ সম¦ল দিয়ে ময়লার ভাগাড়টি সংলগ্ন সড়কের পাশে যারা বাড়ি ঘর এবং ব্যবসা বানিজ্য দিয়েছিল তারা দূর্গন্ধে এলাকা ছেড়ে অনেক আগেই অন্যত্র চলে গেছে। এ ব্যাপারে বিসিসির পরিছন্ন কর্মকর্তা ডাঃ মোঃ রবিউল ইসলাম জানান, কয়েকদিন আগে ময়লার ভাগাড়টিতে কে বা কারা আগুন দিয়েছে। যার ফলে ধোয়ার সৃষ্টি হয়েছিল। তবে ফায়ার সার্ভিস দিয়ে পানি দেয়া হয়েছে। পানি দেয়া চলমান থাকবে। সিটি কর্র্পোরেশনের পক্ষ থেকে সকাল থেকে গভীর রাত পর্যন্ত পানি দিয়ে তা আয়ত্বে আনা হয়েছে। সিটি কর্পোরেশন থেকে জায়গা নির্ধারন করা হয়েছে। আশা করছি এটা স্থানান্তরিত করে শহরের প্রতিদিনের বর্জ্য রিফায়রিং করে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। এ বিষয়ে ৩ নং ওর্য়াডের কাউন্সিলর আলহাজ্জ¦ হাবিবুর রহমান ফারুক মীরা বলেন, ময়লার ভাগাড়টির স্থায়ী সমাধানের চেষ্টা চলছে। কে বা কারা আগুন দেয়ায় ধোঁয়ায় সমস্যা হয়েছেল তবে সিটি কর্পোরেশন থেকে ব্যবস্থা নেয়া হয়েছে। আগুনের ধোঁয়া বন্ধ করায় পানি দেয়া হয়েছে। ময়লার ভাগাড়টি স্থানান্তরিত করার জন্য সিটি কর্পোরেশন থেকে জায়গা অধিগ্রহন করা হয়েছে। আশা করি অচিরেই সমস্যার সমাধান হয়ে যাবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT