2:56 pm , March 24, 2021

বিশেষ প্রতিবেদক ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন এবং সাবেক মন্ত্রী শহিদ আবদুর রব সেরনিয়াবাতের সহধর্মিনী আমেনা বেগমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ হয়েছে। গতকাল বুধবার দিনটি পালনে নগরী, পটুয়াখালী ও ঢাকার একাধিকস্থানে মিলাদ এবং দোয়া মাহফিল হয়েছে। ঢাকায় বনানী গোরস্থানে মরহুমার মাজার জিয়ারত ও দোয়া মোনাজাতে অংশ নেন তার জেষ্ঠ পুত্র পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) আবুল হাসনাত আবদুল্লাহ-এমপি সহ পরিবারের সদস্যগন। নগরীর মুসলিম গোরস্থান মসজিদ সংলগ্ন হজরত আবদুল মান্নান দরবেশ মাদ্রাসায় বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিলে নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। এছাড়া নগরীর চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদ, পোর্টরোড মসজিদ ও আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মিলাদে মরহুমার দৌহিত্র ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ অংশ নেন। এছাড়াও উপস্থিত ছিলেন আমান সেরনিয়াবাত, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীর, সহসভাপতি সাইদুর রহমান রিন্টু, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, শ্রমিক লীগ নেতা শাহাজাহান হাওলাদার, আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম খোকন, আনোয়ার হোসেন, মিজানুর রহমান, মিলন ভুইয়া, এ্যাড কাইউম খান কায়সার, এ্যাড. রফিকুল ইসলাম ঝন্টু প্রমুখ।