নগরীতে অবৈধভাবে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন নগরীতে অবৈধভাবে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন - ajkerparibartan.com
নগরীতে অবৈধভাবে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

3:26 pm , March 23, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর বান্দ রোডের বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) মৎস্য অবতরন ও পাইকারী বাজার এলাকায় পৈত্রিক সুত্রে পাওয়া জমির অবৈধ দখল থেকে রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছে পৈত্রিকসুত্রে পাওয়া জমির মালিক নগরীর ১৪ নং ওয়ার্ডের খাদেম হোসেন সড়কের বাসিন্দা মিজানুর রহমান। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, মৎস্য অবতরন ও পাইকারী বাজার এলাকায় পৈত্রিক সুত্রে পাওয়া ৩৮ শতাংশ জমি রয়েছে। ওই জমি স্থানীয় মৃতঃ কালু সরদারের ছেলে বাচ্চু সরদার (৪৮) ও মৃতঃ নুর মোহাম্মদ হাওলাদারের ছেলে মামুন হাওলাদারসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনকে নিয়ে দখলের পায়তারা করছে বিএফডিসির অফিস সহকারী মো. শফিক। গত ৭ মার্চ সকাল ৯টার দিকে বাচ্চু ও মামুন সহ অজ্ঞাতনামা আরো ১৫/২০ জন ওই জমিতে টিন দিয়ে বেড়া দিয়ে রিক্সার গ্রেজ র্নিমান কাজ শুরু করে। এতে বাঁধা দিলে বাচ্চু ও মামুনসহ তার বাহিনী বিভিন্ন ভাবে হুমকি দেয়। গত ১৫ মার্চ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়েরের পর থেকে বাচ্চু ও মামুন অব্যাহতভাবে হুমকি দিচ্ছে। এতে বর্তমানে তিনি জীবনের নিরাপত্তাহীনতায় রয়েছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে পৈত্রিক জমির দখল পাওয়ার জন্য জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছেন মিজানুর রহমান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT