সাংবাদিক প্রাচুর্য রানার বাবার ইন্তেকাল সাংবাদিক প্রাচুর্য রানার বাবার ইন্তেকাল - ajkerparibartan.com
সাংবাদিক প্রাচুর্য রানার বাবার ইন্তেকাল

3:24 pm , March 23, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ বেসরকারী টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর এর বরিশাল ব্যুরো প্রধান কাওছার হোসেন রানার বাবা নগরীর কালুশাহ্ সড়কের বাসিন্দা সমাজ সেবক সৈয়দ মোশারফ হোসেন ইন্তেকাল করেছেন। ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর। তিনি স্ত্রী এবং ২ পুত্র ছাড়াও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আছর মরহুমের নিজ বাড়ির সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে বরিশালের সিনিয়র সাংবাদিক বৃন্দ, এলাকাবাসি এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে মোশারফ হোসেন মৃত্যুর খবর শুনে তার বাস ভবনে ছুটে যান শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মুরাদ আহমেদ, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম চুন্নু, প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী মিরাজ, এমএম আমজাদ হোসাইন, মাহামুদ হোসেন চৌধুরী, ফিরদাউস সোহাগ, রাহাত খান, গিয়াস উদ্দিন সুমন, অপূর্ব অপু, বেলায়েত বাবলু, জাকির হোসেন, মোশাররফ হোসেন, নজরুল বিশ্বাস, মিথুন সাহা, রাইসুল ইসলাম অভি, ফারুক লিটু, এম মোফাজ্জেল, মো. নাসির উদ্দিন, সাহিন সুমন, মাহামুদুন্নবী, মুশফিক সৌরভ, বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন প্রমুখ। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। পরিবার সুত্র জানায়, গত শুক্রবার দুপুরে নিজ বাসার বাথরুমে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন সৈয়দ মোশারফ হোসেন। এতে তার মস্তিস্কে রক্তক্ষরন হয়। গুরুতর অবস্থায় তাকে ভর্তি করা হয় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে প্রেরন করেন চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT