পবিত্র শবে বরাত উপলক্ষে দক্ষিণাঞ্চলে ওয়াজ মাহফিল পবিত্র শবে বরাত উপলক্ষে দক্ষিণাঞ্চলে ওয়াজ মাহফিল - ajkerparibartan.com
পবিত্র শবে বরাত উপলক্ষে দক্ষিণাঞ্চলে ওয়াজ মাহফিল

3:30 pm , March 19, 2021

 

বিশেষ প্রতিবেদক ॥ পবিত্র শবে বরাত উপলক্ষে দক্ষিণাঞ্চলের বিভিন্ন মসজিদ ও হক্কানি দরবার শরিফে ওয়াজ মাহফিল সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নগরীর চকবাজার জামে এবাদুল্লাহ মছজিদে এ উপলক্ষে ৩ দিন বাপী তাফসিরুল কুরআন ওয়াজ মাহফিল শুরু হচ্ছে আগামী মঙ্গলবার। বরিশালে বিশিষ্ট মুরুব্বীয়ানে দ্বীন ও জামে স্টিমার ঘাট মসজিদের খতিব আলহাজ হজরত মাওলানা শরফউদ্দিন বেগ ছাহেবের সভাপতিত্বে তিন দিনের এ মাহফিলে বিশিষ্ট মোফাচ্ছেরে কোরআন আলহাজ¦ মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ছাহেব ছাড়াও আলহাজ¦ আবুল এরশাদ মোঃ সিরাজুম মুনির, আলহাজ মাওলানা মুফতী হেদায়েতুল্লাহ আজাদী, আলহাজ¦ মাওলানা মুফতী দেলোয়ার হোসেন, মাওলানা মুফতী মুহিব্বুল্লাহ আল-মুঈন ও আলহাজ¦ মাওলানা আবদুল গফফার ছাহেব পবিত্র শবে বরাতের ওপর ওয়াজ করবেন। জামে এবাদুল্লাহ মসজিদের খতিব আলহাজ হজরত মাওলানা মীর্জা নুরুর রহমান বেগ ছাহেব স্বাস্থ্য বিধি মেনে সকলকে এ ওয়াজ মাহফিলে যোগদানের অনুরোধ করেছেন।
এদিকে পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে ফরিদপুরের বিশ^ জাকের মঞ্জিলে ১৪ শাবান রাতভর এবাদত বন্দেগী অনুষ্ঠিত হবে। ১৪ শাবান সন্ধ্যায় মাগরিব-এর ফরজ ও সুন্নত নামাজ শেষে দু রাকাত করে ৬ রাকাত নফল নামাজ আদায় সহ দোয়া মোনাজোতের মাধ্যমে লাইলাতুল বরাতের এবাদত বন্দেগী শুরু হবে। এর পরে ফাতেহা শরিফ পাঠ সহ পুনরায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। রাতভর নামাজ, দরুদ, পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ, জিকির এবং ওয়াজ মাহফিল শেষে ফজরের নামাজ বাদ ফাতেহা শরিফ ও খতম শরিফ আদায় করা হবে। পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ শেষে পুনরায় ফাতেহা শরিফ পাঠন্তে বিশ^ জাকের মঞ্জিলের পীর ছাহেব হজরত মাওলানা শাহসুফি সৈয়দ খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবেরে রওজা শরিফ জিয়ারতের মাধমে এ দরবারে শবেবরতের কার্যক্রমের সমাপ্তি ঘটবে বলে জানা গেছে।
সকলকে পূর্ণাঙ্গ স্বাস্থ্য বিধি মেনে ২৯ মার্চ বিশ^ জাকের মঞ্জিলে উপস্থিত হবার দাওয়াত করেছেন বড় ছাহেবজাদা ও আধ্যাতিক উত্তরাধীকারী আলহাজ¦ খাজা মাহফুজুল হক মুজাদ্দেদী ছাহেব।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT