চরফ্যাসনে ঘেরে পাওয়া গেছে বড় সাইজের ইলিশ চরফ্যাসনে ঘেরে পাওয়া গেছে বড় সাইজের ইলিশ - ajkerparibartan.com
চরফ্যাসনে ঘেরে পাওয়া গেছে বড় সাইজের ইলিশ

3:22 pm , March 19, 2021

পরিবর্তন ডেস্ক ॥ বদ্ধ জলাশয়ে ইলিশ মাছ চাষ নিয়ে ব্যাপক গবেষনার কাজে বড় ধরনের সফলতা আনার সুযোগ সৃষ্টি হয়েছে। কারন চরফ্যাসনের একটি মাছে ঘেরে পাওয়া গেছে এক কেজি সাইজের আটটি ইলিশ। নজিরবিহীন এ ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার। উপজেলার চর কুকরি মুকরিতে আবুল হাসেম মহাজনের ঘের থেকে অন্যান্য মাছের সাথে পাওয়া গেছে বড় সাইজের আটটি ইলিশ। উন্নয়নকর্মী আনিচ হাওলাদার জানান, সকালে চর কুকরি মুকরি ইউপির চেয়ারম্যান আবুল হাসেম মহাজনের ঘেরে মাছ ধরতে জাল ফেলেন জেলেরা। এ সময় রুই-কাতলার সঙ্গে বড় সাইজের আটটি ইলিশ উঠে আসে। তিনি জানান, আগে কখনও এমন ঘটনা ঘটেনি। মেঘনা মোহনায় ও সাগর পারের মানুষ এই প্রথম পুকুর বা ঘেরে ইলিশ দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন। চারপাশ থেকে লোকজন মাছ দেখতে ছুটে আসেন। ঘের মালিক চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি আবুল হাসেম মঞ্জু ঘটনাস্থলে ছিলেন না। তিনি মাছ দেখেননি তবে শুনেছেন এক কেজি সাইজের ইলিশ পাওয়া গেছে। তিনি জানান, তিন-চার বছর আগে একবার ঘেরে জোয়ারের পানি প্রবেশ করেছিল। এটাই ইলিশ ঢোকার উৎস হতে পারে। ইলিশ সামুদ্রিক মাছ হলেও পুকুর বা ঘেরেও এই মাছের চাষ নিয়ে হচ্ছে নানা গবেষণা। আবদ্ধ জলাশয়ে বাণিজ্যিকভাবে এই মাছ চাষ সম্ভব নয় বলে মত মৎস্যবিজ্ঞানীদের। কেউ কেউ পুকুরের মতো আবদ্ধ জলাশয়ে ইলিশ চাষ করার চমক দেখালেও এটাকে বাণিজ্যিক রূপ দেয়া সম্ভব হয়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT