ল’ কলেজের নাম পরিবর্তন নতুন নাম ‘শহীদ অ্যাডভোকেট আবদুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়’ ল’ কলেজের নাম পরিবর্তন নতুন নাম ‘শহীদ অ্যাডভোকেট আবদুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়’ - ajkerparibartan.com
ল’ কলেজের নাম পরিবর্তন নতুন নাম ‘শহীদ অ্যাডভোকেট আবদুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়’

3:25 pm , March 18, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল আইন মহাবিদ্যালয়ের নতুন নামকরন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের ৯২তম সভায় নতুন নামকরন অনুমোদিত হয়েছে। নতুন নামকরন করা হয়েছে ‘শহীদ অ্যাডভোকেট আবদুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়’। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মনিরুজ্জামান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেরনিয়াবাত ছিলেন আইনজীবী ও রাজনীতিক। তার ছেলে হলো পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লা এমপি। নাতি সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বাংলা ১৩২৭ সনের ২৭ চৈত্র গৌরনদী উপজেলার সরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ভোলা হাইস্কুল থেকে প্রবেশিকা, বরিশাল বিএম কলেজ থেকে বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ল’ ডিগ্রি লাভ করেন। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে তিনি বরিশাল থেকে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন এবং মুজিবনগরে অস্থায়ী বাংলাদেশ সরকার পরিচালনায় বিশিষ্ট ভূমিকা রাখেন। ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভার সদস্য হিসেবে তিনি ভূমি প্রশাসন, ভূমি সংস্কার এবং বন্যা নিয়ন্ত্রণ, পানি সম্পদ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। আবদুর রব সেরনিয়াবাত ১৯৭৩ সালে বরিশাল থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামী লীগের (বাকশাল) কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। এদেশের কৃষকদের মুক্তির লক্ষ্যে তিনি কৃষক আন্দোলনে নেতৃত্ব দেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সামরিক বাহিনীর কতিপয় সদস্যের হাতে তিনি নির্মমভাবে নিহত হন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT