3:00 pm , March 17, 2021
নিজস্ব প্রতিবেদক ॥ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করতে নগরীতে নানা কর্মসুচীর আয়োজন করেছে সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তর, সংগঠন ও রাজনৈতিক দল। গতকাল বুধবার দিনভর নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। প্রথমে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে, শহীদ সোহেল চত্বরে ও বান্দ রোড বঙ্গবন্ধু উদ্যানের পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে অশ্বিনী কুমার হলের সামনে অস্থায়ী প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পন করেছেন মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। এছাড়াও সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে। জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু উদ্যানের পাশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী ম্যুরালে পুস্প স্তবক অর্পন করেন উর্ধ্বতন সরকারী কর্মকর্তারা। প্রথমে বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক মো, জসীম উদ্দীন হায়দার এবং পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তর থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদ সোহেল চত্বরে জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয় সংলগ্নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আঃ রব সেরনিয়াবাতের অস্থায়ী ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস সহ দলীয় নেতৃবৃন্দ। এর পরে শ্রদ্ধা নিবেদন করে মহানগর আওয়ামী লীগ সভাপতি এ্যাড. জাহাঙ্গীর হোসাইন ও সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ হিরন সহ বিভিন্ন নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। নগরীর সাংবাদিক মাইনুল হাসান সড়কে শহীদ আব্দুর সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে প্রাঙ্গনে স্থায়ী ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা জানান প্রেসক্লাব সদস্যরা। নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বঙ্গবন্ধু অডিটোরিয়ামের সামনে দিবসটি উপলক্ষে চারুকলা বরিশালের উদ্যোগে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা হয়েছে। সন্ধ্যায় শহীদ মিনারে হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে হয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), বিএম কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কে এস এম মহিউদ্দিন মানিক বীর প্রতীক। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেন, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদসহ বিভিন্ন প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তা-কর্মচারীরা। বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে আলোচনা সভায় অতিথিরা তার জীবন্দদাশের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনা সভা শেষে অতিথিরা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষিকী ও জাতীয় শিশু দিবসের কেক কাটেন। কেক কাটা শেষে জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতায় অংশগ্রহনকারীরা বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। দেয়ালিকা প্রতিযোগিতা অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে সুবিধাজনক সময়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।