লালমোহনে বেড়েছে মোটরসাইকেল চুরির হিড়িক লালমোহনে বেড়েছে মোটরসাইকেল চুরির হিড়িক - ajkerparibartan.com
লালমোহনে বেড়েছে মোটরসাইকেল চুরির হিড়িক

2:51 pm , March 17, 2021

 

লালমোহন প্রতিবেদক ॥ লালমোহনে মোটরসাইকেল চুরির হিড়িক পড়েছে। গত এক রাতে ৩টি মোটরসাইকেল চুরি হয়েছে। এক সপ্তাহ আগে হয়েছে আরো একটি। সোমবার রাতে উপজেলার গজারিয়া পূর্ব মাথায় নূরুদ্দীন সাজির একটি পালসার ও গজারিয়া ব্রাক ব্যাংক ম্যানেজার ইয়াছিনের ডিসকভার মোটরসাইকেল চুরি হয়। দু’টি মোটরসাইকেল একই বাসায় ছিল। চোর বাসার লোহার গ্রিল কেটে মোটরসাইকেল দু’টি নিয়ে যায়। একই রাতে পৌর এলাকার হ্যালিপ্যাড এলাকার বাসা থেকে লালমোহন ওয়ালটন শো রুমের ডিস্ট্রিবিউটর ও কলেজ শিক্ষক মেহেদী হাসানের পালসার মোটরসাইকেল নিয়ে যায়। তারা লালমোহন থানায় অভিযোগ দায়ের করেছেন।
গত ৮ মার্চ ওয়েস্টার্ণপাড়ার শাকিল দালালের বাসা থেকে তার পালসার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শাকিল দালাল লালমোহন থানায় সাধারণ ডায়েরী করেছেন।
লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, মোটরসাইকেল চুরির ঘটনা উদ্বেগজনক। গত কয়েকদিনে ৪টি মোটরসাইকেল চুরির অভিযোগ পেয়েছেন। তাদের মামলা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT