বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে হামলা-ভাংচুর দুই নারীসহ ৬জনকে কুপিয়ে-পিটিয়ে জখম বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে হামলা-ভাংচুর দুই নারীসহ ৬জনকে কুপিয়ে-পিটিয়ে জখম - ajkerparibartan.com
বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে হামলা-ভাংচুর দুই নারীসহ ৬জনকে কুপিয়ে-পিটিয়ে জখম

2:49 pm , March 17, 2021

 

নিজস্ব প্রতিবেদক ॥ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী গ্রামে সিনেমা স্টাইলে হামলা-ভাংচুর চালিয়েছে প্রতিপক্ষরা। এ সময় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে-পিটিয়ে জখম করা হয়। ত্রিপল নাইনে (৯৯৯)মোবাইল করলেও পুলিশের কাছ থেকে তেমন কোন সহায়তা পায়নি ভুভোগীরা। অতপর ১৫ মার্চ ৫জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন আহত সোহাগ হাওলাদার। আদালত মামলাটি উজিরপুর মডেল থানাকে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন। হামলাকারীরা হচ্ছে : পূর্ব জয়শ্রী গ্রামের মৃত সেলিম হাওলাদারের দুই ছেলে শাওন ও সোহান, জব্বার হাওলাদার, তার ছেলে জুলফিকার ও মোফাজ্জেল। আহতরা হচ্ছেন : ঋতু আক্তার, আরিফ, সাগর, আয়শা বেগম, নুপুর বেগম ও বাদী সোহাগ। বাদী জানান, আসামীদের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলে আসছে। গত ৮ মার্চ আসামীরা দলবদ্ধ হয়ে আমাদের ঘর ঘেরাও করে। এর পূর্বে ঘরের বিদ্যুত সংযোগ কেটে দেয়। এরপর লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে ঘরে হামলা-ভাংচুর চালায়। বাধা দিতে গেলে তারা কুপিয়ে ও পিটিয়ে আমাদের আহত করে। এ সময় ঋতুর পায়ের রগ কর্তন করা হয়। অন্ত:স্বত্ত্বা নুপুর বেগমকে মারধর করা হয়। সাগরের ৩টি দাঁত ফেলে দেয় হামলাকারীরা। ঘন্টাব্যাপী হামলা চলাকালে প্রতিবেশীরা ৯৯৯ এ ফোন দিয়ে জানালে উজিরপুর মডেল থানা থেকে পুলিশ আসলেও তারা কোন ধরনের পদক্ষেপ নেয়নি। উল্টো আমাদের শাসিয়ে যায়। তারা বলে ৯৯৯ ফোন দিয়ে বলা হয়েছে দুই জনকে হত্যা করা হয়েছে। কারা হত্যাকান্ডের শিকার হয়েছে তাদের লাশ না দেখালে কোন ধরনের মামলা নেয়া হবে না। উপরন্তু হামলাকারী একজনকে এলাকাবাসী আটক করলে তাকে ছাড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় আহত চারজনকে শের ই্ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরদিন ৯ মার্চ উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করতে গেলে সেখানকার পুলিশ সদস্যরা মামলা না করে মীমাংসায় যাওয়ার পরামর্শ দেন। তাদের পরামর্শ রক্ষা না করায় তারা মামলা নিতে অপারগতা প্রকাশ করলে ১৫ মার্চ আদালতে মামলা দায়ের করতে বাধ্য হই। সেখানে বিচারক উজিরপুর থানাকে মামলা নথিভূক্ত করার নির্দেশ দেন। উজিরপুর মডেল থানা সূত্র জানিয়েছে আদালতের নির্দেশ এখনো সেখানে পৌছায়নি। আদালতে নির্দেশ আসার পর তা বাস্তবায়ন করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT