উজিরপুরে নির্বাচনের মাঠে উর্মিলা বাড়ৈ উজিরপুরে নির্বাচনের মাঠে উর্মিলা বাড়ৈ - ajkerparibartan.com
উজিরপুরে নির্বাচনের মাঠে উর্মিলা বাড়ৈ

2:38 pm , March 16, 2021

উজিরপুর প্রতিবেদক ॥ উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান উর্মিলা বাড়ৈ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে জল্লায় ভোট যুদ্বে মাঠে থাকবেন।দলীয় ভাবে তিনি মনোনয়ন বঞ্চিত হলেও জনগনের চাহিদায় তিনি ভোটের লড়াই করতে জেলা পরিষদ সদেস্য পদ থেকে সেচ্ছায় পদত্যাগ করে জল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদন্দিতা করবেন। তার স্বামী অবনী বাড়ৈ দির্ঘদিন ধরে ওই ইউনিয়নের গন মানুষের নেতা হিসাবে নেতৃত্ব দিয়েছিলেন।বিগত জোট সরকারের আমলে আওয়ামী সমার্থিত ইউপি চেয়ারম্যান থাকা কালিন সময় দূবৃত্তদের গুলিতে নিহত হন। এরপর আ,লীগের কান্ডারী হিসাবে টানা ২বার পর পর জল্লা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন উর্মিলা বাড়ৈ। দলীয় প্রতিকে ইউপি নির্বাচন হলে উমিলা বাড়ৈ আ.লীগের মনোনয়ন বঞ্চিত হন তার পর জেলা পরিষদের সংরক্ষিত নারী সদেস্য নির্বাচিত হন উজিরপুর উপজেলা আ.লীগের সহ সভাপতি উর্মিলা বাড়ৈ আসান্ন ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন চাইলেও তিনি বঞ্চিত হলে নানা কারনে বির্তকিত চেয়ারম্যান বেবী রানী হালদার নৌকা প্রতিকের মনোনয়ন পেলে জল্লার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তার (বেবীর) মনোনয়ন বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল সড়ক অবোরোধ সহ নানা কর্মসুচী পালন করেন।জল্লার বিভিন্ন স্থরের মানুষ সাবেক চেয়ারম্যান উর্মিলা বাড়ৈকে তাদের প্রার্থী হিসাবে ভোটের লড়াইয়ে মাঠে নামিয়েছেন।অবাধ সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগনের ভোটে উর্মিলা বাড়ৈ চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে অভিমত দিয়েছেন জল্লার হাজারো মানুষ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT