2:37 pm , March 15, 2021
নিজস্ব প্রতিবেদক ॥ নিজ হেফাজতে ফেন্সিডিল রাখার অভিযোগে দায়ের করা মামলায় নারী মাদক কারবারি জাহানারা বেগমকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকার অর্থদন্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত জাহানারা বেগম সাতক্ষীরা জেলার দক্ষিণ জুবরিয়া এলাকার দাউদ সরদারের স্ত্রী। রায় ঘোষণার সময় জাহানারা আদালতে অনুপস্থিত ছিল। বেঞ্চ সহকারি রেজাউল ইসলাম লিটন জানান, ২০১২ সালের ১৬ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর ডিএডি আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বরিশাল নগরীর রুপাতলী বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিলসহ জাহানারা বেগমকে আটক করে মামলা দায়ের করেন। একই বছর ১৪ নভেম্বর মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই মনোয়ারা খাতুন আদালতে চার্জশীট জমা দেন। আদালত ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল ওই রায় ঘোষণা করেন।