আজ থেকে সচেতনতামূলক প্রচারণা শুরু আজ থেকে সচেতনতামূলক প্রচারণা শুরু - ajkerparibartan.com
আজ থেকে সচেতনতামূলক প্রচারণা শুরু

2:35 pm , March 15, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ আবারও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন জেলা প্রশাসন। মঙ্গলবার থেকে সচেতনতামূলক প্রচারণা শুরু করবে জেলা প্রশাসন। স্বাস্থ্যনিরাপত্তা বিধি অমান্য করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এদিকে জনগণকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন পুলিশ কমিশনার। আর সুশীল সমাজ বলছে, সুস্থ থাকতে হলে মানতে হবে সরকারি নির্দেশনা।
বরিশাল জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানিয়েছে, রোববার বরিশাল জেলায় নতুন করে ৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশাল নগরীতে ৬ জন এবং সদর উপজেলায় আক্রান্ত হয়েছে একজন। এর আগে ৭ মার্চ করোনা শনাক্তের সংখ্যা শূন্যের কোটায় নেমে এসেছিল।
সোমবার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি আছে ১৫ জন রোগী। এর মধ্যে ৫ জনের করোনা পজিটিভ। সারা দেশের মতো বরিশালেও করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ায় মঙ্গলবার থেকে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। তিনি আরো জানান, ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে।
পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, জনগণকে সচেতন করার জন্য আগের মতোই তারা কাজ করবেন। অন্যদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, বাঁচতে হলে সরকারি স্বাস্থ্যবিধি অনুযায়ী মানতে হবে। এদিকে বরিশালে স্বাস্থ্যবিধি খুব একটা মানা হচ্ছে না। মাস্ক ছাড়াই অনেকে রাস্তায় বের হচ্ছেন। দিচ্ছেন নানা অজুহাত।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT