অপরাধ করলে বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না-পুলিশ কমিশনার অপরাধ করলে বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না-পুলিশ কমিশনার - ajkerparibartan.com
অপরাধ করলে বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না-পুলিশ কমিশনার

3:46 pm , March 13, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ মহানগর পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিপিএম (বার) বলেছেন, এই মার্চ আমাদের জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস। এই মার্চেই আমাদের মুক্তির দূত হিসেবে বঙ্গবন্ধু পৃথিবীতে এসেছিলেন, আবার এই মার্চেই রয়েছে আমাদের ভয়াল কাল রাত্রির দুঃসহ স্মৃতি, এই মার্চেই আমাদের স্বাধীনতা দিবস, এই মার্চেই রয়েছে আমাদের আরো একটি অনবদ্য অর্জন। আর তা হল বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তি। একটি দেশেকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে নিয়ে যাওয়ার পূর্বশর্ত হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিয়ন্ত্রনে রাখা। যা আমরা প্রায় সফলভাবে করতে পেরে প্রধান মন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়নে অবদান রেখে চলছি। গতকাল শনিবার কোতয়ালী মডেল থানার আয়োজনে ওপেন হাউজ ডে’র সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। নগরীর একটি ব্যবসা প্রতিষ্ঠানে ঘটে যাওয়া অনাকাংখিত ঘটনার জের টেনে অপরাধীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অপরাধীদের যত রং বে রঙের পরিচয়-ই থাকুক না কেন। এই নগরীতে অপরাধ করলে কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন, রোদ-বৃষ্টি, ঝড়-ঝঞ্ঝা যা-ই থাকুক না কেন। যদি একজন সেবা প্রত্যাশী আসে তবে ওপেন হাউজ ডে চলমান থাকবে। সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম। সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ফজলুল করিম, সহকারি পুলিশ কমিশনার বন্দর থানা ও কোতোয়ালি মডেল থানা (চলতি দায়িত্ব) শারমিন সুলতানা রাখী, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) নরেশ কর্মকার, সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক) রবিউল ইসলাম শামীম, ওসি নুরুল ইসলাম-পিপিএম, পুলিশ পরিদর্শক তদন্ত আসাদুজ্জামান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT