গনমাধ্যম যদি গণমানুষের কথা না বলে সেই গনমাধ্যম বেশিদিন স্থায়ী হয় না -যুগান্তর সম্পাদক গনমাধ্যম যদি গণমানুষের কথা না বলে সেই গনমাধ্যম বেশিদিন স্থায়ী হয় না -যুগান্তর সম্পাদক - ajkerparibartan.com
গনমাধ্যম যদি গণমানুষের কথা না বলে সেই গনমাধ্যম বেশিদিন স্থায়ী হয় না -যুগান্তর সম্পাদক

3:44 pm , March 13, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল আলম। গতকাল শনিবার সন্ধ্যায় প্রেসক্লাবের দ্বিতীয় তলার মিলনায়তনে ওই সভা হয়। প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. মানবেন্দ্র বটব্যাল, নুরুল আলম ফরিদ, এ্যাড. নজরুল ইসলাম চুন্নু, নাসিম উল আলম, শাহীনা আজমীন। সভায় যুগান্তর সম্পাদক সাইফুল আলম বলেছেন, গনমাধ্যম যদি গন মানুষের কথা না বলে সেই গনমাধ্যম বেশিদিন স্থায়ী হয় না। তিনি বলেন, বর্তমানে প্রিন্ট মিডিয়ার ক্রান্তিকাল চলছে। মানুষের আস্থা অর্জন করে আমাদের এ ক্রান্তিকাল থেকে বেরিয়ে আসতে হবে। তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের কঠোর সমালোচনা করে বলেন, এই আইনে সাংবাদিকরা বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিশেষ করে এই আইনের কিছু ধারা পরিবর্তন অপরিহার্য হয়ে উঠেছে। তিনি সাংবাদিকতার মান উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্ব অরোপ করেন। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এমএম আমজাদ হোসাইন, গোপাল সরকার, দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহীন, কাজী আল মামুন, জহুরুল হক ফারুক, এম মোফাজ্জেল, রাইসুল ইসলাম অভি, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, মো. নাসিরউদ্দিন প্রমুখ। মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT