জেলার ২৬ ইউপিতে চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন পেয়েছেন যারা জেলার ২৬ ইউপিতে চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন পেয়েছেন যারা - ajkerparibartan.com
জেলার ২৬ ইউপিতে চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন পেয়েছেন যারা

3:04 pm , March 11, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ প্রথম দফায় আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী চুড়ান্ত করেছে আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বরিশাল জেলার সদরের চারটি, বাকেরগঞ্জের ১১টি, বানারীপাড়ার সাতটি ও হিজলার চারটি ইউপির চেয়ারম্যান পদে প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। দলীয় নির্ভরযোগ্য সুত্র এ তথ্য জানিয়েছেন। এর আগে বাবুগঞ্জের চারটি ও উজিরপুর উপজেলার পাঁচটি ইউপির প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে সদরের চারটি ইউপির প্রার্থী চুড়ান্ত করার পর ঘোষনা করা হয়েছে। তারা হলেন-চরবাড়িয়া ইউনিয়নে মাহতাব হোসেন সুরুজ, কাশিপুরে কামাল হোসেন লিটন মোল্লা, টুঙ্গী বাড়িয়ায় বাহাউদ্দিন আহম্মেদ ও জাগুয়া ইউনিয়নে মো. শাহীন। আমাদের বাকেরগঞ্জ প্রতিবেদক পলাশ হাওলাদার জানান, উপজেলার ১১ ইউনিয়নের প্রার্থী ঘোষনা করা হয়েছে। এর মধ্যে দুই ইউপিতে নতুন প্রার্থী মনোনয়ন দেয়া হয়েছে। অপর ৯টিতে পূর্বের চেয়ারম্যানদের বহাল রাখা হয়েছে। মনোনয়ন প্রাপ্ত প্রার্থীরা হলেন-চরাদি ইউপিকে শফিকুল ইসলাম, দাড়িয়াল ইউপিতে শহীদুল ইসলাম হাওলাদার, দুধল ইউপিতে গোলাম মোর্শেদ খান উজ্জল, ফরিদপুর ইউপিতে হাজী শফিকুল ইসলাম, কবাই ইউপিতে অধ্যক্ষ জহিরুল ইসলাম তালুকদার বাদল, নলুয়া ইউপিতে আসম ফিরোজ আলম খান, কলসকাঠি ইউপিতে মো. ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদার, গাড়–রিয়া, ইউপিতে এএসএম জুলফিকার হায়দার, ভরপাশা ইউপিতে আশ্রাফুজ্জামান খান খোকন, রঙ্গশ্রী ইউপিতে মো. বশিরউদ্দিন সিকদার ও পাদ্রিশিবপুর ইউপিতে জাহিদুল ইসলাম বাবু। ভরপাশা ও পাদ্রিশিবপুর ইউপিতে নতুন প্রার্থী মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।
বানারীপাড়া প্রতিবেদক এস মিজানুল ইসলাম জানান, বিশারকান্দি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত, ইলুহার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম, চাখার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, সলিয়াবাকপুর ইউনিয়নে মাষ্টার সিদ্দিকুর রহমান, বাইশারী ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তী, বানারীপাড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল জলিল ঘরামী ও উদয়কাঠি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রাহাদ আহম্মেদ ননীর নাম ঘোষনা করেছে মনোনয়ন বোর্ড। উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নে প্রথম ধাপে নির্বাচন হবে না।
হিজলা প্রতিবেদক জানান, প্রথম দফায় চারটি ইউনিয়নে নির্বাচন হচ্ছে। চারটির মধ্যে বড়জালিয়া ইউপিতে চেয়ারম্যান পদের প্রার্থী হচ্ছেন হিজলা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ এনায়েত হোসেন হাওলাদার, গুয়াবাড়িয়া ইউপিতে বর্তমান চেয়ারম্যান অধ্যাপক শাজাহান তালুকদার, হরিনাথপুর ইউপিতে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও র্বতমান চেয়ারম্যান আলহাজ আবদুল লতিফ খান ও মেমানিয়া ইউপিতে মো. ওলিউল্লাহ তালুকদার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT