বঙ্গবন্ধু কাবাডি গেমসে চ্যাম্পিয়ন মাদারীপুর ও বরিশাল জেলা দল বঙ্গবন্ধু কাবাডি গেমসে চ্যাম্পিয়ন মাদারীপুর ও বরিশাল জেলা দল - ajkerparibartan.com
বঙ্গবন্ধু কাবাডি গেমসে চ্যাম্পিয়ন মাদারীপুর ও বরিশাল জেলা দল

2:56 pm , March 11, 2021

 

নিজস্ব প্রতিবেদক ॥ “বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ কাবাডি গেমস” এর ধান সিড়ি জোন পর্যায়ে পুরষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মাদারীপুর জেলা ও নারী বিভাগে বরিশাল জেলা। নগরীর বরিশাল পুলিশ লাইন্স মাঠে বুধবার এ গেমস শুরু হয়। এতে বরিশাল, বরগুনা, ভোলা, পিরোজপুর, মাদারীপুর ও ঝালকাঠী জেলার নারী ও পুরুষ দল অংশ গ্রহন করে। ফাইনালে উভয় বিভাগে অংশ নেয় বরিশাল ও মাদারীপুর জেলা। পুরুষ কাবাডি দলের মাদারীপুর জেলা চ্যাম্পিয়ন হয় এবং নারী কাবাডি দলের বরিশাল জেলা চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিআইজি মো. শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে ও বরিশাল জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত গেমসের পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিপিএম (বার)। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মারুফ হোসেন পিপিএম। বিশেষ অতিথি ছিলেন এপিবিএন’র অধিনায়ক আবু নাসের মোহাম্মদ খালেদ ও স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-পরিচালক শহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান হোসেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT