3:30 pm , March 10, 2021
মোঃ আফজাল হোসেন, ভোলা ॥ ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে মার্চ ও এপ্রিল দুইমাস ইলিশ ধরা সম্পুর্ন নিষিদ্ধ। প্রশাসনের অভিযানের কঠোরতায় শহরেই প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইলিশ। মাছ ঘাটের চিত্রটা সম্পুর্ন আলাদা। গতকাল দুপুরে শহরের প্রান কেন্দ্র বরিশাল দালানের পাশেই মোঃ সেলিম ও মাইনুদ্দিন নামের দুইজন প্রকাশ্যে ইলিশ মাছ বিক্রি করছে। কাছে গিয়ে ছবি তুলতেইএকজন দৌড় দিয়ে পালিয়ে যায়। পরে আবার ফিরে আসে। এসময় মোঃ সেলিম বলেন,মেঘনা নদীর কোড়ার হাট নাম্ক মাছঘাট থেকে মাছ ক্রয় করে প্রতিদিন শহরের রাস্তায় বিক্রি করছে। মাছ ঘাটে প্রকাশ্যে শত শত জেলে মাছ এনে বিক্রি করে। সেখানে প্রশাসনের লোকজন যায় না বলেও জানালেন এই মাছ বিক্রেতা। অপরদিকে মোঃ মাইনুদ্দিন মেঘনা নদীর ভোলার খাল নাম্ক স্থান থেকে মাছ ক্রয় করে ঝুড়িতে করে নিয়ে আসে এবং শহরের ওয়েস্টার্নপাড়ায় বিক্রি করে। ভোলাখালে কোন প্রশাসন যায় না। যে কারনে সেখানে প্রকাশ্যে ডাক দিয়ে মাছ বিক্রি হয়। অনেক ইলিশ এনেছে প্রায় সব বিক্রি হয়েছে,এখন শেষ সময় তাই কম আছে। শুধু এরাই নয়,এমন দৃশ্য দেখা গেছে শহরের বিভিন্নস্থানে। তবে এসব বিষয় প্রশাসনের তেমন কোন মাথা ব্যাথা না থাকায় পাশে থাকাএকজন বৃদ্ধ বল্লেন,প্রশাসনের লুকোচুরি খেলার কারনে ইলিশ মাছ কমে যাচ্ছে নদী থেকে। প্রশাসনের এসব দিকে নজর দেয়া খুবই জরুরী।