3:15 pm , March 10, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ ৪র্থ ধাপের পৌর নির্বাচনে বরিশাল বিভাগের ৪ পৌরসভায় নির্বাচিত মেয়র ও ৪৭ জন কাউন্সিলরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় দুই ধাপে বিভাগীয় কমিশনার কার্যালয়ের হল রুমে এই শপথ অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রাজ্জাক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বরিশালের পরিচালক সোহরাব হোসেন ও নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা।
নির্বাচনে বিজয়ীদের শপথ বাক্য বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার। প্রথম ধাপে বরিশালের বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, মুলাদী পৌরসভার মেয়র শফিকউজ্জামান, ঝালকাঠীর নলছিটি পৌরসভার মেয়র আব্দুল ওয়াহেদ খান ও পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদারকে শপথ বাক্য পাঠ করানো হয়। পরে ৪ পৌরসভায় নির্বাচিত সাধারণ ও সংরক্ষিত ৪৭ জন কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান তিনি।
বিভাগীয় কমিশনারের একান্ত সচিব পিয়াস চন্দ্র দাস জানান, মামলায় কারাঅভ্যন্তরে থাকার কারণে বানারীপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এসএম আকবর শপথ গ্রহণ করতে পারেননি।