3:13 pm , March 8, 2021

ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভা-ারিয়ায় গতকাল সোমবার“শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা,করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন করা হয়। এ উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সকালে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিন শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টি-জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার। এছাড়াও বক্তব্য রাখেন,মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল ওহাব হাওলাদার ও মহিলা সংগঠক পিরোজপুর জেলা পরিষদের সদস্য রোকেয়া বেগম প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।