ফেরত যাচ্ছে অর্ধ লাখ ডোজ করোনার টিকা ফেরত যাচ্ছে অর্ধ লাখ ডোজ করোনার টিকা - ajkerparibartan.com
ফেরত যাচ্ছে অর্ধ লাখ ডোজ করোনার টিকা

3:06 pm , March 7, 2021

 

হেলাল উদ্দিন ॥ বরিশাল জেলা থেকে ফেরত যাচ্ছে করোনা টিকার এক-তৃতীয়াংশ ডোজ। প্রথম ডোজের মেয়াদ শেষ হওয়া এবং দ্বিতীয় ডোজ শুরু হওয়ায় চলতি মাসের মধ্যেই এই টিকা ফেরত পাঠানো হবে। বরিশাল স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, টিকা নিতে মানুষের আগ্রহ কম থাকায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। তথ্য মতে, গত ৭ ফেব্রয়ারী সারা দেশের সাথে বরিশালেও শুরু হয় করোনার টিকা প্রদান কার্যক্রম। গতকাল ৭ মার্চ যার এক মাস পেরিয়েছে। প্রথম দফায় বরিশাল জেলার জন্য বরাদ্ধ এসেছে ১ লাখ ৬৮ হাজার ডোজ টিকা। কিন্তু গত একমাসে নগরীসহ ও জেলার ১০ উপজেলায় টিকা দেয়া হয়েছে মাত্র ৫০ হাজারের কিছু বেশি। যা মোট বরাদ্ধের এক তৃতীয়াংশ। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সম্ভাব্য এপ্রিল মাসের শুরুতে করোনার দ্বিতীয় ডোজ প্রদান করা শুরু হবে। সে কারনে পুরো মার্চ মাস এ টিকা প্রদানে সময় রয়েছে। প্রথম এক মাসের হিসাবে দ্বিতীয় মাসেও সম পরিমান টিকা দেয়ার আশাবাদী তারা। সেই হিসাবে আরো অর্ধ লাখ ডোজ টিকা প্রদানের টার্গেট রয়েছে। স্বাস্থ্য বিভাগের হিসেবে সব মিলিয়ে ১ লাখ ডোজ টিকা প্রদান করা সম্ভব হবে। বাকি অর্ধ লাখ বা তার বেশী ডোজ টিকা ফেরত যাবে। জেলা সিভিল সার্জন অফিসের তালিকা অনুযায়ী গত ৬ মার্চ পর্যন্ত বরিশাল সিটি এলাকায় ২৩ হাজার ৭১৯ জন এবং জেলার ৯ উপজেলা ও ক্যান্টমেন্টে ২৯ হাজার ৭৮৬ জনকে টিকা প্রদান করা হয়েছে। সে হিসাবে এখনো ১ লাখ ডোজের বেশী ডোজ টিকা মজুদ রয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে সিটি এলাকা ও জেলা শহরের চেয়ে উপজেলা পর্যায়ের মানুষের টিকা গ্রহনের প্রবনতা কম। জেলার কোন উপজেলায় এই ১ মাসে ৫ হাজার জনকে টিকা প্রদান করা সম্ভব হয়নি। তিন নদী বেষ্টিত হিজলা, মুলাদী এবং মেহেন্দীগঞ্জে গড়ে দেড় থেকে দুই হাজার জনকে টিকা প্রদান করা হয়েছে।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন বলেন, যেহেতু প্রথম ডোজ টিকা দেবার মেয়াদ শেষ হয়ে এসেছে। এই টিকা দ্বিতীয় ডোজ হিসাবেও ব্যবহার করা যাবে না। তাই মন্ত্রনালয় এ সিদ্ধান্ত গ্রহন করেছে। আমরা উপজেলাতে জানিয়ে দিয়েছি। তিনি আরো বলেন যেহেতু এখনো এক মাস সময় রয়েছে। তাই পূর্বের মাসে কি পরিমান ডোজ প্রদান করা হয়েছে সে হিসাব করে মজুদ রেখে বাকি ডোজ ফেরত দিতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT