বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধায় ৭ মার্চ পালন বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধায় ৭ মার্চ পালন - ajkerparibartan.com
বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধায় ৭ মার্চ পালন

3:02 pm , March 7, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ নানা আয়োজনে ও বঙ্গবন্ধুর প্রতি বিন¤্র শ্রদ্ধায় পালন করা হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তকারী ভাষণের স্মারক হিসেবে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে জেলা প্রশাসন, ক্ষমতাসীন আওয়ামী লীগের জেলা ও মহানগর শাখাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের আয়োজনে হয়েছে নানা অনুষ্ঠান। এর মধ্যে সকালে নগরীর শহীদ সোহেল চত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। সেখানে প্রথমে পুস্পস্তবক অর্পন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু, এ্যাড. রফিকুল ইসলাম খোকন, আয়েশা তৌহিদ লুনাসহ সাধারন ও সংরক্ষিত কাউন্সিলরগন। এরপরে সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীর ও সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নেতৃত্বে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পন করেন। সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুসের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে বরিশাল জেলা ও মহানগর কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। নগরীর বান্দ রোডের পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেছে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা। এছাড়া এখানে বরিশাল রিপোর্টর্স ইউনিটি, বরিশাল সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিক নেতৃবৃন্দ। সভাপতি এ্যাড. মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু ও সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ। এ সময় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও সুযোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা-সরকারী স্বায়ত্বশাসিত এবং বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। দলীয় কার্যালয়ের সামনেও জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে সকল শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতা হয়েছে। বাদ জোহর সকল মসজিদে দোয়া মোনাজাত ও সুবিধাজনক সময়ে সকল মন্দির-গীর্জাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা করা হয়েছে। বিসিসি ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নগরীর ছয়টি এলইডি স্ত্রিনের ও ত্রিশ ওয়ার্ডে বঙ্গবন্ধু ভাষন প্রচারিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু উদ্যান, চৌমাথা, বিবির পুকুর পাড়, লঞ্চঘাট ও নথুল্লাবাদ এলাকায় বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারী প্রদর্শন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজে হয়েছে আলোচনা সভা।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT