চরফ্যাসনে বসত ঘরে হামলা ভাংচুর, লুটপাট চরফ্যাসনে বসত ঘরে হামলা ভাংচুর, লুটপাট - ajkerparibartan.com
চরফ্যাসনে বসত ঘরে হামলা ভাংচুর, লুটপাট

3:18 pm , March 4, 2021

চরফ্যাসন প্রতিবেদক ॥ চরফ্যাসনের দুলারহাটে পূর্বশত্রুতার জের ধরে বসত ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিবেশী বসু মাঝির বিরুদ্ধে। বধুবার রাতে নুরাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এই ভাংচুরের ঘটনা ঘটে। এঘটনায় রাতেই মোঃ ছাদেক মাঝি বাদী হয়ে ৫জনকে আসামী করে দুলারহাট থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। ভুক্তভোগী ছাদেক মাঝি অভিযোগ করেন, বসু মাঝি ও তিনি একই বাড়িতে বসবাস করেন। বসু মাঝির পরিবারের সাথে তার বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন দুপুরে বসত বাড়ির উঠানে বসানো টিউবয়েলে গোসল করা নিয়ে দুই পরিবারের নারী সদস্যদের মধ্যে তর্ক বাধে। ওই তর্কের জের ধরে বসু মাঝিসহ তার পরিবারের সদস্য জোবায়েদা, আকলিমা, পারভীন, রাবেয়া তার ঘরে আর্তকিত হামলা চালায়। তার(ছাদেক মাঝি) পত্রবধু শারমিন বিষয়টি মুঠো ফোনে তাকে জানালে তিনি ছুটে এলে তাকে বেধে রেখে বসত ঘরে ভাংচুর করে। এসময় ঘরে থাকা নগদ ২ লাখ টাকা ও স্বর্ণলঙ্কার লুট করে নেয়। তার পুত্র বধু শারমিন ও স্ত্রী কুলসুম বিবি বাধা দিলে তাদেরকে মারধর করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে হামলাকারীদের কবল থেকে তাদের উদ্ধার করে। এঘটনায় তিনি বাদী হয়ে বসু মাঝিসহ ৬জনকে আসামী করে দুলারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত বসু মাঝি বসত ঘরে হামলা ভাংচুরের ঘটনা সঠিক বলে দাবী করেছে। তবে টিউওবয়েলে গোসল করা নিয়ে দুপুরে দুই পরিবারের নারীদের মধ্যে তর্কের ঘটনায় রাতে আবারও বিবাধ সৃষ্টি হয়েছে বলে স্বীকার করে। বসত ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেনি যানায় তিনি। দুলারহাট থানার ওসি মোঃ মোরাদ হোসেন জানান, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT