পায়রা বন্দরের নির্মানাধীন জেটির পাঁচ শ্রমিক খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত পায়রা বন্দরের নির্মানাধীন জেটির পাঁচ শ্রমিক খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত - ajkerparibartan.com
পায়রা বন্দরের নির্মানাধীন জেটির পাঁচ শ্রমিক খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত

3:15 pm , March 4, 2021

কলাপাড়া প্রতিবেদক ॥ কলাপাড়ার পায়রা সমুদ্র বন্দরের নির্মানাধীন প্রথম জেটির পাঁচ নির্মান শ্রমিক খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া গ্রামের নির্মানাধীন উক্ত জেটির কাজে যোগ দেয়ার আগে একে একে সবাই অসুস্থ্য হয়ে পরলে তাদের দ্রুত কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে যাওয়া ৩৭ শ্রমিকের মধ্যে পাঁচ শ্রমিক সকালে বমি ও পাতলা পায়খানায় আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে যাওয়ায় তাদের বেলা একটার দিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্তদের যাথাযথ চিকিৎসা দেওয়ায় তারা শঙ্কা মুক্ত রয়েছে বলে চিকিৎসক ইকবাল হোসেন ও মাহমুদুর রহমান নিশ্চিত করেন। আক্রান্ত শ্রমিক আব্দুর রহমান, আশিকুর রহমান, রেজাউল করিম, মো. সবুজ এবং ইমন হোসেন বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT