প্রবীন শিক্ষক নেতা মোজাম্মেল হক আর নেই প্রবীন শিক্ষক নেতা মোজাম্মেল হক আর নেই - ajkerparibartan.com
প্রবীন শিক্ষক নেতা মোজাম্মেল হক আর নেই

3:07 pm , March 1, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ শিক্ষক সমিতির (কামরুজ্জামান) আঞ্চলিক কমিটির সাবেক সাধারন সম্পাদক ও মহাবাজ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক মোজাম্মেল হক (৬৫) আর নেই। রোববার রাত সাড়ে ৭ টার সময় বরিশাল শের ই বাংলা মেডিতেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মৃত্যু কালে তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাজার নামাজ নগরীর সিএন্ডবি রোড কাজী পাড়ার আল মামুন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। নগরীর সদর রোডে দ্বিতীয় জানাজা নামাজ হয়। এতে বাংলাদেশ শিক্ষক সমিতির (কামরুজ্জামান) আঞ্চলিক কমিটির নেতা প্রধান শিক্ষক সিকদার মু: শফিউল আজম, প্রধান শিক্ষক মো: হারুন অর রশিদ, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় সমিতির বিভাগীয় কমিটির আহবায়ক অধ্যাপক মো: জলিলুর রহমান, সদস্য সচিব অধ্যক্ষ মো: মশিউর রহমান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ মো: হানিফ হোসেন তালুকদার, বাকশিস নেতা অধ্যাপক মো:মোছাদ্দ্কে হোসেন, অধ্যাপক মো: শফিকুল ইসলাম,স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক মো: মিজানুর রহমান,সাধারন সম্পাদক অধ্যক্ষ মো:মামুন আর রশিদ,বাংলাদেশ শিক্ষক সমিতির আঞ্চলিক কমিটির প্রধান উপদেস্টা দাস গুপ্ত আশিষ কুমার, সভাপতি অধ্যক্ষ মো: ফরিদুল আলম, সাধারন সম্পাদক তোফায়েল আহম্মেদ, অফিস সহকারি কর্মচারি সমিতির বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি জিয়া শাহীন, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহম্মেদ, পেশাজীবী সংগঠনের নেতা আনোয়ার জাহিদ ও অ্যাড. হিরন কুমার দাস মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সর্ব সাধারন তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। বাবুগঞ্জ উপজেলায় মরহুমের পারিবারিক কবরস্থান পিতা মাতার কবরের দাফন করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT