বানারীপাড়ায় মুজিব শতবষের্র প্রধানমন্ত্রীর উপহার ঘর ভেঙ্গে ফেলার অভিযোগ বানারীপাড়ায় মুজিব শতবষের্র প্রধানমন্ত্রীর উপহার ঘর ভেঙ্গে ফেলার অভিযোগ - ajkerparibartan.com
বানারীপাড়ায় মুজিব শতবষের্র প্রধানমন্ত্রীর উপহার ঘর ভেঙ্গে ফেলার অভিযোগ

2:48 pm , February 23, 2021

এস মিজানুল ইসলাম, বানারীপাড়া ॥ মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার ভূমি ও গৃহহীনদের দেয়া ঘর ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে। বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সাকরাল গ্রামে সরকারী খাস জমিতে ১০০টি আধাপাকা ঘর নির্মানের কাজ চলছে। গত রবিবার বেলা ১১টার দিকে নির্মান শ্রমিকদের সামনে ওই নির্মানাধীন ঘরের ৯টি এবং একই দিন রাত ১২টায় আরো ২৬টি পিলার এবং ১টি ঘরের দেয়ালের আংশিক ভেঙ্গে ফেলা হয়েছে। সরকারী ঘর ভেঙ্গে ফেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার নির্দেশে চাখার ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ বাদশা মিয়া সোমবার রাতে থানায় মামলা দায়ের করেন। একই ইউনিয়নের সোনাহার গ্রামের মোঃ সুমন কাজী সহ ৪/৫ জনকে আসামী করা হয়েছে। এ মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ কর্মকর্তা মোকতার হোসেন জানান, আমি ঘটনাস্থলে গিয়েছি এবং তদন্তকাজ চলছে। এ রির্পোট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT