মাদক বিক্রেতার ৬ বছর কারাদন্ড মাদক বিক্রেতার ৬ বছর কারাদন্ড - ajkerparibartan.com
মাদক বিক্রেতার ৬ বছর কারাদন্ড

2:47 pm , February 23, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ নিজ হেফাজতে তরল ফেন্সিডিল রাখার অভিযোগে দায়ের করা মামলায় ঝিনাইদহের মাদক কারবারি জাহাঙ্গীর হোসেন ওরফে বাবা জাহাঙ্গীরকে ৬ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। একই সাথে অভিযোগ প্রমানিত না হওয়ায় বাবা জাহাঙ্গীরের সহযোগী সুমন মোল্লা ওরফে মন্ত্রী সুমনকে খালাশ দেয়া হয়। গতকাল মঙ্গলবার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত বাবা জাহাঙ্গীর জেলার কালিগঞ্জ দক্ষিণ পাড়ার মৃত তোফাজ্জেল হোসেন বিশ্বাসের ছেলে। এছাড়া সুমন মোল্লা গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকার ইদ্রিস মোল্লার ছেলে। রায় ঘোষণার সময় উভয়ই আদালতে অনুপস্থিত ছিল। বেঞ্চ সহকারি হেদায়েতুন্নবী জাকির জানান, ২০১৯ সালের ৪ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী থানার এসআই আসাদুজ্জামান খান তার সঙ্গীয় ফোর্স নিয়ে বার্থী তারা মন্দিরের পূর্ব পাশের পাকা রাস্তায় অভিযান চালায়। এসময় ঝিনাইদহ থেকে মটর সাইকেলে আসা জাহাঙ্গীর হোসেনকে ৩ লিটার তরল ফেন্সিডিলসহ আটক করলেও তার সহযোগী সুমন মোল্লা ওরফে মন্ত্রী সুমন পালিয়ে যায়। এঘটনায় একই দিন গৌরনদী থানায় মামলা দায়ের করা হয়। একই বছর ৬ ডিসেম্বর মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আনিসুর রহমান আদালতে চার্জশীট জমা দেন। আদালত ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল ওই রায় ঘোষণা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT