‘নিরাপত্তাহীনতায়’ ববি’র শিক্ষার্থীদের ফ্লোরে রাতযাপন কর্মসুচী পালন ‘নিরাপত্তাহীনতায়’ ববি’র শিক্ষার্থীদের ফ্লোরে রাতযাপন কর্মসুচী পালন - ajkerparibartan.com
‘নিরাপত্তাহীনতায়’ ববি’র শিক্ষার্থীদের ফ্লোরে রাতযাপন কর্মসুচী পালন

3:14 pm , February 22, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ নিরাপত্তাহীনতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা আবাসিক হল খুলে দেয়ার দাবিতে ক্যাম্পাসে রাত্রিযাপন কর্মসুচী পালন শুরু করেছে। রোববার রাত ১০টার পর ববি’র প্রশাসনিক ভবনের ফ্লোরে অবস্থান কর্মসুচী শুরু করেছে। শিক্ষার্থীদের প্রতিনিধি অমিত হাসান রক্তিম বলেন, ‘কিছু শিক্ষার্থী এখনও নিরাপত্তাহীনতায় রয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হল খুলে দেবার আহ্বান জানানো হয়। কিন্তু তারা কর্ণপাত করেনি। তাই বাধ্য হয়ে ২০ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে রাত কাটানো শুরু করেছে। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের বাইরে অনিরাপদ বোধ করায় এভাবে রাত কাটাতে বাধ্য হচ্ছেন তারা। এ ছাড়াও শিক্ষার্থীরা জানিয়েছেন মঙ্গলবারের হামলার বিচার চেয়ে যে তিন দফা রয়েছে তারও অংশ হিসেবে এই রাত্রিযাপন। আন্দোলনরত শিক্ষার্থীদের একজন মাহমুদ হাসান তমাল বলেন, ‘হল খুলে না দেয়ায় বিপাকে আছি। বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কার্যক্রম চললেও হল খোলা হচ্ছে না কেন আমরা থাকব কোথায় ’ শিক্ষার্থী সিয়াম জামান বলেন, ‘আমাদের তিন দফা দাবি আদায় হয়নি। আমাদের মেসে হামলাকারী অপরাধী এখনও গ্রেপ্তার হয়নি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এখন আমাদের ভার্সিটি ছাড়া অন্য কোথাও নিরাপত্তা নেই।’ এ বিষয়ে জানার জন্য প্রক্টর সুব্রত কুমার দাসকে একাধিকবার কল করা হলেও তিনি কোনো সাড়া দেননি। গত ১৬ ফেব্রুয়ারি নগরীর রূপাতলী বাস টার্মিনালে বিআরটিসি কাউন্টারের এক কর্মী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে ছুরিকাঘাত ও এক ছাত্রীকে লাঞ্ছিত করে। এর প্রতিবাদে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। একই দিন রাতে নগরীর রূপাতলী হাউজিংয়ে শিক্ষার্থীদের মেসে গিয়ে ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এতে আহত হন প্রায় ১১ জন। এদের গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলায় শুক্রবার রাতে দুই পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দক্ষিণাঞ্চলের ২১ রুটে বাস চলাচল বন্ধ রাখেন শ্রমিকরা। গ্রেপ্তার শ্রমিকদের ছাড়া না হলে সোমবার থেকে আবারও ধর্মঘটের হুঁশিয়ারি দেন তারা। রোববার রাতে রূপাতলী বাস মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়, চরমোনাই পীরের দরবারে মাহফিল উপলক্ষে সোমবার থেকে পরবর্তী তিন দিন সড়ক অবরোধ ও বাস ধর্মঘট কর্মসূচি স্থগিত করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT