3:10 pm , February 22, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস স্মরণে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, কমল সেন গুপ্ত, গোপাল সরকার, সুখেন্দু এদবর, জিয়াউদ্দিন বাবু, সুমন চৌধুরী, সাগর বৈদ্য, রাইসুল ইসলাম অভি। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ। অনুষ্ঠানের শুরুতে ভাষা সৈনিকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে প্রেসক্লাব থেকে র্যালী বের করে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।