চরফ্যাসনে পৌরনির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ -জেলা প্রশাসক চরফ্যাসনে পৌরনির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ -জেলা প্রশাসক - ajkerparibartan.com
চরফ্যাসনে পৌরনির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ -জেলা প্রশাসক

3:26 pm , February 18, 2021

চরফ্যাসন প্রতিবেদক॥ চরফ্যাসন পৌর সভার নির্বাচন হবে আগামী ২৮ ফেব্রুয়ারী। নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ। বৃহম্পতিবার বেলা সাড়ে ১১টায় চরফ্যাসন উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এই সব কথা বলেন। চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীনের সঞ্চালনায় জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক আরো বলেন, দেশে এখন আইন শৃঙ্খলার অবস্থা খুবই ভাল রয়েছে। নির্বাচনের বিষয় নিরপেক্ষ ও প্রভাবমুক্ত রাখতে সিইসি নির্দেশ দিয়েছেন। সরকারও কঠোর অবস্থানে রয়েছেন। আগামী ২৮ তারিখের চরফ্যাসন পৌর নির্বাচন আইন শৃঙ্খলা সুন্দর রাখার জন্যে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদেকে নির্দেশ প্রদান করেন। তা না হলে প্রশাসন আইনের মাধ্যমে সকল ব্যবস্থা গ্রহণ করবেন। নির্বাচনী আচরন বিধির প্রতি লক্ষ্য রাখবেন। যাতে কেউ আচরন বিধি ভংঙ্গ করতে না পারে সেই দিকে দৃষ্টি রাখতে হবে। বিশেষ অতিথি ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার আহম্মেদ বলেন, নির্বাচনে ভোটে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে প্রয়োজেন পুলিশ বাড়ী থেকে ভোটারদেরকে এনে ভোট দেয়ার ব্যবস্থা করবেন। ইভিএম ভোটের মাধ্যমে চরফ্যাসনে ভোট গ্রহণ করা হবে। আচরণবিধি লঙঘন করলে কাউকে ছাড় দেয়া হবে না। এই সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার( ভূমি) রিপন বিশ্বাস, সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, প্রেসক্লাব সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক আমির হোসেন, অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি নোমান সিকদারসহ মেয়র কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT