3:23 pm , February 18, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠি পৌরসভার নির্বাচনে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীকে কুপিয়ে হাত পায়ের রগ কর্তন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত ৯টার দিকে পৌর শহরের হরিসভা মন্দির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত কাউন্সিলর প্রার্থী হলো-এ্যাড আজাদ রহমান। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ্যাড. আজাদ রহমান বলেন, ঝালকাঠি পৌরসভা নির্বাচনে ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করবেন। তার জনসমর্থন ভালো দেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামাল শরীফ তার লোকজন নিয়ে পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। হামলাকারীরা দুই পা এবং এক হাতের রগ কেটে দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।