ববি’র শিক্ষার্থীকে ছুরিকাঘাতের প্রতিবাদে বরিশাল-পটুয়াখালী সড়ক অবরোধ ও বিক্ষোভ ববি’র শিক্ষার্থীকে ছুরিকাঘাতের প্রতিবাদে বরিশাল-পটুয়াখালী সড়ক অবরোধ ও বিক্ষোভ - ajkerparibartan.com
ববি’র শিক্ষার্থীকে ছুরিকাঘাতের প্রতিবাদে বরিশাল-পটুয়াখালী সড়ক অবরোধ ও বিক্ষোভ

3:15 pm , February 16, 2021

 

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর রূপাতলী বিআরটিসি বাস কাউন্টারের স্টাফ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত ও লাঞ্ছিত করা হয়েছে। গতকাল মঙ্গলবারের দুপুরের পরের এ ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা প্রায় দুই ঘন্টা বরিশাল-পটুয়াখালী মহাসড়কে অবরোধ করে। এ সময় সড়কের উপর টায়ারে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করা হয়। এতে সড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। শিক্ষার্থীরা জানান, দুপুর সাড়ে ১২টায় ববি’র অর্থনীতি বিভাগের দুই শিক্ষার্থী তৌফিকুল সজল ও ফারজানা আক্তার বাড়ি যাবার জন্য বিআরটিসি বাস কাউন্টারে যায়। এ সময় কাউন্টারের কর্মচারী রফিক সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে সজলকে ছুরিকাঘাত করে রফিক। এছাড়া ফারজানাকে লাঞ্ছিত করা হয়। এ সংবাদ ববির শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়ে। বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা দেড়টার দিকে ঘটনাস্থলে হাজির হয়। দুপুর ২টা থেকে সড়কের উপর টায়ারে অগ্নিসংযোগ ও বিক্ষোভ শুরু করে। এ সময় হামলাকারীকে গ্রেফতারের দাবি করে তারা। স্থানীয়রা জানান, ঘটনার পর বিশ্ব?বিদ্যল?য়ের শিক্ষার্থীরা ঘটনাস্থ?লে এ?সে বাস কাউন্টার?টি?তে ভাংচুর চালায়। ত?বে এরআ?গেই কাউন্টা?রের দা?য়িত্বরতরা পা?লি?য়ে যায়। এ ব্যাপারে ববি’র সহকারী প্রক্টর সুপ্রভাত হালদার জানান, খবর পেয়ে তিনিসহ অন্যান্য শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমাধানের চেষ্টা করছেন। কোতোয়ালি মডেল থানার পরির্দশক (তদন্ত) মো: আসাদুজ্জামান জানান, রফিককে গ্রেফতার করা হয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে। এদিকে পুলিশের আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাসে শিক্ষার্থীরা প্রায় দুই ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে নেয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT