দেশে গণতন্ত্র নেই বলে গুম, খুন ও দূর্নীতি বিরাজ করছে -যুগ্ম মহাসচিব সরোয়ার দেশে গণতন্ত্র নেই বলে গুম, খুন ও দূর্নীতি বিরাজ করছে -যুগ্ম মহাসচিব সরোয়ার - ajkerparibartan.com
দেশে গণতন্ত্র নেই বলে গুম, খুন ও দূর্নীতি বিরাজ করছে -যুগ্ম মহাসচিব সরোয়ার

3:14 pm , February 16, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাড মজিবর রহমান সরোয়ার বলেছেন, সরকার সকল রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে জনগনের ভোটের অধিকার হরন করেছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে তারা সেগুলো ধ্বংস করে দিয়েছে। ৭৪ সালে দেশে গণতন্ত্র ছিল না বলেই দুর্ভিক্ষ হয়ে ছিল। এখন দেশে গণতন্ত্র নেই বলে সারাদেশে গুম, খুন ও দূর্নীতি বিরাজ করছে। তিনি আরো বলেন, একদিকে সরকার সংসদে শক্তিশালী বিরোধী দলের কথা বলছে। অন্যদিকে বিরোধী দলের নেতা কর্মীদের দাড়াতে না দিয়ে হাত-পা বেধে রেখেছে। বিরোধী দলের দায়িত্ব পালন করে সরকারকে সহযোগিতা করতে চান জানিয়ে এ্যাড সরোয়ার বলেন, সেই কাজটি করা কোন পদ তৈরি করছেন না। আজ দেশে কোন জবাবদিহীতা নেই জানিয়ে বলেন, দেশে কেউ মুখ খুলে কথা বলতে পারছে না। সরকার এখন বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনেও তারা ভোট কারচুপি করে। দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবীতে বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের নেতৃত্বে আগামী ১৮ ফেব্রুয়ারী নগরীতে বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। গতকাল মঙ্গলবার নগরীর সদর রোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়। সভায় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ, মহানগরের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক ও মুলাদী উপজেলা বিএনপি সভাপতি আঃ ছত্তার খান, উত্তর জেলার সহ-সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু সহ ঝালকাঠী জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড. শাহাদৎ হোসেন প্রমুখ। এ সময় সরোয়ার আরো বলেন, মহানগর বিএনপি’র আয়োজনে নগরীতে শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। আশা রাখি সরকার আমাদের সহযোগিতা করবেন। প্রশাসনের কাছে অনুমতি চেয়েছেন জানিয়ে বলেন, প্রশাসন এখন পর্যন্ত কিছু বলেনি। মতবিনিময় সভা শেষে দলীয় নেতা কর্মীদের নিয়ে ১৮ ফেব্রুয়ারীর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে নগরীর বিভিন্ন সড়কে প্রচার-প্রচারনা চালিয়ে লিফলেট বিতরন করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT