বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিন আহম্মেদ’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিন আহম্মেদ’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত - ajkerparibartan.com
বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিন আহম্মেদ’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত

2:56 pm , February 12, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মুক্তযোদ্ধা সংসদের জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিন আহমেদ এর রুহের মাগফিরাত কামনায় দোয়া দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আসর বাদ গোরস্থান রোডস্থ তার নিজ বাসভবনের সামনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এতে অন্তত ৫ সহ¯্রাধিক মানুষ অংশ গ্রহন করেন। দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. জাহাঙ্গীর কবির নানক, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, প্যানেল মেয়র ও বরিশাল জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সাধারন সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম খোকন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ বাবু, ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলতাফ মাহমুদ সিকদার, মহানগর আ’লীগের দপ্তর সম্পাদক সুমন সেরনিয়াবাত। এছাড়া বরিশালের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ মরহুমের ছেলে মেয়ে, জামাতা, স্ত্রীসহ সাধারন মানুষ ও এলাকাবাসী দোয়া মোনাজাতে অংশ গ্রহন করেন। উল্লেখ্য গত ৯ ফেব্রুয়ারী ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT