চরফ্যাসন পৌর নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ চরফ্যাসন পৌর নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ - ajkerparibartan.com
চরফ্যাসন পৌর নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ

2:36 pm , February 12, 2021

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাসন ॥ চরফ্যাসন পৌরসভার ৩ মেয়র, ৩৩ সাধারন কাউন্সিলর ও ৭ সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে। গতকাল শুক্রবার সকালে চরফ্যাসন উপজেলা পরিষদের সভাকক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ করা হয়।
রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন প্রতীক বরাদ্দ দেন। এ সময় উপজেলা নির্বাচন অফিসার মেঃ রফিকুল ইসলাম উপস্থিতদ ছিলেন। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নৌকা ও বিএনপি প্রার্থী ধানের শীষ এবং স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীক পেয়েছেন। এই পৌরসভার নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত হবে। ভোটার সংখ্যা ২৭ হাজার ৫৭১ জন।প্রতীক পেয়ে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। চলছে উঠোন বৈঠক । থেমে নেই সংরক্ষিত নারী কাউন্সিলররা। তারা রাতদিন ভোটারদের কাছে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন। ১ নং ওয়ার্ডে আবুল খায়ের নাজু ( উট), মোঃ খায়রুল আলম স্বপন চৌধুরী( পাঞ্জাবী)। ২ নং ওয়ার্ড নজরুল ইসলাম কৃষান( পাঞ্জাবী), মোঃ মফিজ( পানির বোতল), রফিকুল ইসলাম ( উটপাখি)। ৩ নং ওয়ার্ডে মতিন মোল্লা ( পাঞ্জাবী), মঞ্জু বাতান ( উটপাখি), নয়ন ( ব্রীজ), রেজাউল হাসান ( টেবিল ল্যাম্প), মোঃ শরীফ ( পানির বোতল)। ৪ নং আকতারুল আলম সামু ( পাঞ্জাবী), তাপস ( পানির বোতল), মেহেদী হাসান কালু ( উটপাখি ) শাহ মেহাম্মদ মঞ্জুর হোসেন ( ডালিম)। ৫ নং ওয়ার্ডে আকবর হাওলাদর ( পানির বোতল), গিয়াস( ডালিম), জাহিদুল ইসলাম সেলিম ( উটপাখি), জয়নাল আবেদীন ( পাঞ্জাবী)। ৮ নং ওয়ার্ডে জাহিদুল ইসলাম রাসেল ( উটপাখি), মোঃ মোস্তফা ( ব্লাকবোর্ড), মোহাম্মদ তোহা ( পাঞ্জাবী), মোশারেফ হোসেন ( পানির বোতল) , সিদ্দিকুর রহমান ( ডালিম)। এ ছাড়া সংরক্ষিত ১ ( ১,২,৩) ফরিদা পারভীন ( আনারস), ফাতেমা বেগম ( হারমোনিয়াম) সুফিয়া খাতুন( চশমা)। সংরক্ষিত ৩ (৭,৮,৯) জাহানারা বেগম ( জবাফুল), কামরুন নাহার মঞ্জু ( বলপেন), হোসনেআরা ( আনারস)।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT