উৎসবমুখর পরিবেশে করোনার টিকা নিলেন বরিশালের সিনিয়র সাংবাদিকবৃন্দ উৎসবমুখর পরিবেশে করোনার টিকা নিলেন বরিশালের সিনিয়র সাংবাদিকবৃন্দ - ajkerparibartan.com
উৎসবমুখর পরিবেশে করোনার টিকা নিলেন বরিশালের সিনিয়র সাংবাদিকবৃন্দ

2:49 pm , February 11, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে বেড়েইে চলছে করোনার ভ্যাকসিন বা টিকা গ্রহনকারীর সংখ্যা। শুধু সংখ্যা নয় যতই দিন যাচ্ছে ভ্যাকসিন নিতে মানুষের আগ্রহ ও উচ্ছাস বাড়ছে। এ আগ্রহ আর আস্থা থেকেই গতকাল করোনার ভ্যাকসিন গ্রহন করেন বরিশালের সিনিয়র সাংবাদিকবৃন্দ। সকাল ১০ থেকে দুপুর পর্যন্ত বরিশাল জেনারেল হাসপাতালে উপস্থিত হয়ে অন্তত ১৯ জন সিনিয়র সাংবাদিক এই ভ্যাকসিন গ্রহন করেন। যাদের মধ্যে সবাই শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্য। এদিকে সাংবাদিকদের ভ্যাকসিন গ্রহনের বিষয়টি অবহিত হয়ে বরিশাল জেনারেল হাসপাতালে ছুটে যান বরিশাল স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস, উপ পরিচালক ডাঃ হুমাউন শাহীন খান সহকারী পরিচালক (প্রশাসন) ডা: শ্যামল কৃষ্ণ মন্ডল। এসময় তিনি বরিশালের সিনিয়র সাংবাদিকদের ভ্যাকসিন গ্রহনের সিদ্ধান্তকে সাধুবাদ জানান এবং নিজে দাড়িয়ে থেকে বিশেষ ব্যবস্থায় দ্রুততম সময়ে ভ্যাকসিন দেয়ার সমস্ত আয়োজন করেন এমনকি ভবিষ্যতেও সাংবাদিকরা বিশেষ ব্যবস্থায় যাতে ভ্যাকসিন নিতে পারেন সে ব্যবস্থা করবেন বলে আস্বস্ত করেন। এমন আন্তরিকতার জন্য সিনিয়র সকল সাংবাদিকরা পরিচালকের ভূয়সী প্রসংশা করেন এবং তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ মাহমুদের প্রচেষ্টায় প্রেসক্লাবের সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল কে দিয়ে সাংবাদিকদের ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস। পরে পর্যায়ক্রমে দৈনিক বিপ্লবী বাংলাদেশ এর প্রকাশক নুরুল আলম ফরিদ, দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিবেদক নাসিম উল আলম, চ্যানেল আই এর বরিশাল প্রতিনিধি শাহিনা আজমিন, সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ বেতার বরিশালের সিটি করেসপন্ডেন্ট প্রতিনিধি কাজী মকবুল হোসেন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের বরিশাল জেলা প্রতিনিধি মুরাদ আহমেদ, এটিএন বাংলার বরিশাল জেলা প্রতিনিধি হুমাউন কবির, দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান আক্তার ফারুক শাহীন, সিনিয়র সাংবাদিক গোপাল সরকার, সিনিয়র সাংবাদিক সৈয়দ মাহামুদ হোসেন চৌধুরী, সিনিয়র সাংবাদিক কমল সেন গুপ্ত, চ্যানেল ২৪ এর বরিশাল জেলা প্রতিনিধি কাওসার হোসেন রানা, দৈনিক কীর্তনখোলার নির্বাহী সম্পাদক ও ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এএফএম আনোয়ারুল হক সাব্বির, সিনিয়র সাংবাদিক বিরেন্দ্রনাথ সমাদ্দার, জহরুল হক ফারুক প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT