মানচিত্র এনে দিতে বঙ্গবন্ধুকে ১৪ বছর কারাগারে থাকতে হয়েছে -জেলা প্রশাসক মানচিত্র এনে দিতে বঙ্গবন্ধুকে ১৪ বছর কারাগারে থাকতে হয়েছে -জেলা প্রশাসক - ajkerparibartan.com
মানচিত্র এনে দিতে বঙ্গবন্ধুকে ১৪ বছর কারাগারে থাকতে হয়েছে -জেলা প্রশাসক

2:42 pm , February 11, 2021

নিউ লাইফের শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর মাদক বিরোধী সংগঠন নিউ লাইফের পক্ষ থেকে দুস্থ ও অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর বঙ্গবন্ধু উদ্যানে শীত বস্ত্র বিতরন করা হয়। এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেছেন, আজ আমরা যে মাটির উপর দাড়িয়ে আছি। সেই মাটির মানচিত্র এনে দিতে বঙ্গবন্ধুকে ১৪টি বছর অন্ধকার কারাগারে থাকতে হয়েছে। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। ইতি মধ্যে তিনি সহায় সম্বলহীনদের গৃহ ও জমি দিয়েছেন। সেই অসহায় মানুষদের পাশে দাড়ানোর জন্য নিউ লাইফ কর্তৃপক্ষের প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছেন। একই সাথে তাদের এ কাজকে মহতী উদ্যোগ বলে মন্তব্য করেছেন। ভবিষ্যতে অসহায় মানুষদের পাশে থাকলে জেলা প্রশাসক হিসেবে তিনি নিউ লাইফের পাশে থাকবেন। শীত বস্ত্র নেয়া মানুষদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেছেন, আপনাদের পরিবারের কেউ মাদকাসক্ত থাকলে তাদের এ পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করবেন। মাদককে না বলতে সবাইকে আহবান জানিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।
শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভ্রত দাশ বিশ^াস, নগরীর ১০নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল্লাহ কবীর, ১০ ওয়ার্ড আওয়ামী লীগ সাধারন সম্পাদক শেখর দাস, নিউ লাইফের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মর্তুজা জুয়েল, পরিচালক ইয়াসির আরাফাত বাদশা, রিপন শাহরিয়ার, ইনজামুল হক শুভ, শাওন খান প্রমুখ। প্রধান অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারসহ অতিথি বৃন্দ তিন শতাধিক দুস্থ অসহায়দের হাতে শীতবস্ত্র তুলে দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT