2:41 pm , February 11, 2021
![](https://ajkerparibartan.com/wp-content/uploads/2021/02/Untitled-2-copy-9.jpg)
নিজস্ব প্রতিবেদক ॥ উৎসব মুখর পরিবেশে বরিশাল জেলা আইনজীবী সমিতির কার্যকরি পরিষদ নির্বাচনের ভোট সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। নির্বাচনে সাদা ও নীল নামের দুই প্যানেল থেকে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও গণতান্ত্রিক আইনজীবী সমিতির সদস্যদের সমন্বয়ে সাদা প্যানেল এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সদস্যদের সমন্বয়ে নীল প্যানেল গঠন করা হয়েছে। সাদা প্যানেলের সভাপতি পদের প্রার্থী হচ্ছেন এ্যাড সৈয়দ গোলাম মাসউদ বাবলু ও সাধার সম্পাদক পদে এ্যাড রফিকুল ইসলাম খোকন। এ প্যানেলের অপর প্রার্থীরা হলেন সহ-সভাপতি পদে এ্যাড লীলা রানী চক্রবর্তী ও এ্যাড সালাহ উদ্দিন সিপু, যুগ্ম-সম্পাদক’র দুই পদে এসএম আতিকুল ইসলাম ও সুমন চন্দ্র হালদার, অর্থ সম্পাদক পদে ত মিজানুর রহমান মিন্টু এবং নির্বাহী সদস্য’র চার পদে শহিদুল ইসলাম খলিফা, নুরে হাসান, ফিরোজ আলম সিকদার ও এসএম তৌহিদুর রহমান সোহেল। নীল প্যানেলের সভাপতি পদে এ্যাড নিজামউদ্দিন পান্না ও সাধারন সম্পাদক পদে মির্জা রিয়াজ হোসেন। অন্য পদের মধ্যে সহ-সভাপতি পদে অসীম কুমার বাড়ৈ ও মেহেদী হাসান শাহীন, যুগ্ম সাধারন সম্পাদক পদে এ্যাড শাহ আলম ও এ্যাড নিজাম উদ্দিন, অর্থ সম্পাদক পদে এ্যাড আব্দুল মালেক মিয়া, নির্বাহী সদস্য পদে কাজী মাহমুদা, শাহিন উদ্দিন, হারুন অর রশিদ ও আঃ রহমান চোকদার। নির্বাচনে ৮৮৬ জন আইনজীবী সদস্যদের মধ্যে ৭৪৮জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। সমিতির ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী বরিশাল বারের প্রথম নারী আইনজীবী সৈয়দা আরজুমান আর বানু নার্গিস, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড তালুকদার মো. ইউনুস, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাড মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড বিলবিস আক্তার জাহান শিরীন, এ্যাড বলরাম পোদ্দার প্রমুখ।