মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহম্মেদ’র ইন্তেকাল মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহম্মেদ’র ইন্তেকাল - ajkerparibartan.com
মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহম্মেদ’র ইন্তেকাল

3:19 pm , February 9, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিন আহম্মেদ ( গেজেট নং ৯ লাল মুক্তি বার্তা নং ০৬০১০১০০৩২, ভারতীয় তালিকা নং ৪৫৭৬০) আর নেই। গতকাল মঙ্গলবার বেলা পৌনে ১১টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি.শ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ (বুধবার) সকাল সাড়ে ১০ টায় নগরীর সৈয়দ হাতেম আলী কলেজ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
জামাতা প্রকৌশলী মিজানুর রহমান জানিয়েছেন, বার্ধক্যজনিত কারনে বেশ কয়েকদিন ধরে নানা রোগে ভুগছিলেন। গত রোববার তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন দুপুরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে রাজধানী ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। গতকাল মঙ্গলবার দুপুরের পর ফ্রিজিং এ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে নগরীর নিজ বাসার উদ্দেশ্যে রওনা হয়। রাত আটটা নাগাদ নগরীর গোরস্থান রোড এলাকার বাসভবনে এনে রাখা হয়। বুধবার সকালে নগরীর বগুড়া রোড মুক্তিযোদ্ধা সংসদ ভবনে নিয়ে আসা হবে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে। এদিকে মুক্তিযোদ্ধা শেখ কতুবউদ্দিন আহম্মেদের মৃত্যুতে সাত দিনের কর্মসুচী পালন করবে বরিশাল জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড। তার মৃত্যুর খবরে শোকাহত মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা সংসদে জরুরী সভা করে সাত দিনের কর্মসুচী পালনের সিদ্বান্ত নিয়েছেন। ওই সভায় সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু উপস্থিত ছিলেন। শেখ কুতুব উদ্দিন আহম্মেদ ১৯৭১ সালে ৯ নম্বর সেক্টরে মেজর এম এ জলিলের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT